Advertisment

সবচেয়ে বেশি রাজনীতি গীতাতেই, সবচেয়ে বড় পলিটিশিয়ান শ্রীকৃষ্ণ: দিলীপ ঘোষ

কুণালকে জবাব দিতে গিয়ে গীতা নিয়ে নিজের মতামত স্পষ্ট করলেন দিলীপ ঘোষ।

author-image
IE Bangla Web Desk
New Update
Srikrishna is the greatest politician says Dilip Ghosh

বিজেপি সাংসদ দিলীপ ঘোষ।

গতকাল ব্রিগেড ময়দানে ঐতিহাসিক গীতা পাঠ কর্মসূচির আয়োজন করা হয়েছিল। বিজেপি ও হিন্দুত্ববাদী সংগঠনগুলির দাবি, গতকালের ব্রিগেডে লক্ষাধিক মানুষের সমাগম হয়েছিল। যদিও শাসকদল তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষের দাবি ছিল, ব্রিগেডের ময়দান ছিল ফাঁকা, মাঠ ভরেনি। এবার কুণালকে জবাব দিতে গিয়ে গীতা নিয়ে নিজের মতামত স্পষ্ট করলেন দিলীপ ঘোষ। মেদিনীপুরের বিজেপি সাংসদের মুখে শোনা গেল শ্রীকৃষ্ণের কথাও।

Advertisment

কী বলেছেন দিলীপ ঘোষ?

"টিএমসির অনেক নেতারই মাথার ঠিক নেই। তাঁরা অনেক কিছু কথাবার্তা বলেন তার কোনও গুরুত্ব নেই। গীতাতে সব থেকে বেশি রাজনীতি আছে। গীতা কে বলেছেন! তিনি সবচেয়ে বড় পলিটিশিয়ান শ্রীকৃষ্ণ! বলেছিলেন কোথায়? খোলা মাঠে কুরুক্ষেত্রে। যাঁরা গীতা সম্বন্ধে কিছুই জানেন না, গীতার জন্ম জানেন না, তাঁরা এরকম বলতে পারেন। সেজন্য গীতা যাঁদের জন্য তাঁদের জন্য পাঠ হয়েছে। সবাইয়ের গীতা নিয়ে বলার কি আছে!"

আরও পড়ুন- বড়দিনে উধাও শীত! ডিসেম্বরের শেষ লগ্নে ঠান্ডার গ্রেট কামব্যাক?

গতকাল কলকাতার ব্রিগেড ময়দানে ঐতিহাসিক গীতা পাঠ কর্মসূচির আয়োজন করা হয়েছিল। গোটা দেশের বিভিন্ন প্রান্ত থেকে সাধু-সন্তদের উপচে পড়া ভিড় ছিল শীতের ব্রিগেডে। গীতা পাঠের মঞ্চে দ্বারকার শঙ্করাচার্য থেকে শুরু করে পুরীর জগন্নাথ মন্দিরের দ্বৈতাপতি ও বিভিন্ন ধর্মীয় সংগঠনের সাধু-সন্তরা ছিলেন। এছাড়াও কাতারে কাতারে সাধারণ মানুষ ও রাজ্য বিজেপির শীর্ষ নেতারাও হাজির ছিলেন গীতা পাঠের অনুষ্ঠানে।

dilip ghosh West Bengal Gita Path Maidan
Advertisment