/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2024/04/Srirupa-Mitra-Mukherjee-Malda-South-BJP-Candidate-Missing-Poster.jpg)
BJP: এই সেই পোস্টার, যাকে কেন্দ্র করেই বিতর্ক।
Malda South BJP Candidate Srirupa Mitra Chowdhury: ইংরেজবাজার শহরের গুরুত্বপূর্ণ বহু এলাকা ছেয়ে গিয়েছে পোস্টারে। যা নিয়েই চাঞ্চল্য ছড়িয়েছে। তরজায় জড়িয়েছে যুযুধান তৃণমূল, বিজেপি! কিন্তু ওই পোস্টার ঘিরে কেন এত বিতর্ক?
দুয়ারে লোকসবা ভোট। তার আগেই নিখোঁজ পোস্টার পড়ল বিজেপি পারর্থীর বিরুদ্ধে। মালদার ইংরেজবাজার বিধানসভার বিধায়ক তথা মালদা দক্ষিণ লোকসভা কেন্দ্রের প্রার্থী শ্রীরূপা মিত্র চৌধুরী নিখোঁজ বলে বৃহস্পতিবার পোস্টার পড়েছে শহরের নানা এলাকায়। ইংরেজবাজারের পোস্ট অফিস মোড়, মালদা মেডিক্যাল কলেজ চত্বর, কানির মোড়-সহ বিভিন্ন এলাকায় শ্রীরূপাদেবীর ছবি সহ নিখোঁজ পোস্টার পড়ে। যেখানে লেখা, 'সন্ধান চাই, নিখোঁজ, শ্রীরূপা মিত্র চৌধুরী। MLA কে দেখেছেন? কোন স্বহৃদয়বান ব্যাক্তি খোঁজ পাইলে মালদার জনগণের সঙ্গে যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে।'
এই 'নিখোঁজ' পোস্টার ঘিরেই একে অপরকে নিশানা করছে দুই ফুল শিবির। দক্ষিণ মালদা সাংগঠনিক জেলার বিজেপির সাধারণ সম্পাদক অম্লান ভাদুড়ি বলেন, 'এটা একটা তৃণমূলের নোংরা রাজনীতি, এসব ওদের পক্ষেই সম্ভব। তৃণমূল এর আগেও থানায় মিসিং ডায়েরি করেছিল। সাতটি বিধানসভা মিলে একটি লোকসভা কেন্দ্র। বিজেপি প্রার্থী বিভিন্ন লোকসভা এলাকাতে নির্বাচনী কাজক্রম করছে। তাতে বিজেপির পক্ষে ব্যাপক সাড়া পাচ্ছেন। তাই তৃণমূল কংগ্রেসের পায়ের তলার মাটি সরে যাচ্ছে। এই আতঙ্কে এমন করেছে ওরা।' অম্লানবাবুর সাফ দাবি, 'প্রতিদিন এক বিধানসভায় থাকা সম্ভব নয়।'
মালদার তৃণমূলের সহ সভাপতি দুলাল সরকার বলেন, 'বন্যা, খরা, কোন সময় ইংরেজবাজারের বিধায়িকাকে কেউ পায়নি, উনি হোটেলে প্রচার করছে। দলের লোকেরাও ওঁর হয়ে প্রচারে নামেনি। ওঁকে দেখতে পাচ্ছে না বলে দলের একাংশই ক্ষুব্ধ হয়ে হয়তো এই কাজ করছে।'
তবে, শ্রীরূপাদেবী এ প্রসঙ্গে কোনও মন্তব্য করতে রাজি হননি।