scorecardresearch

বাতিলের পথে রেকর্ড সংখ্যক শিক্ষকের চাকরি! SSC-র নজরে ৮০০ জন

অবশেষে ‘দুর্নীতি’র কথা কবল এসএসসি-র।

ssc omr sheet scam
এভাবেও নম্বর ডাকাতি করা যায়!

অবশেষে কড়া পদক্ষেপের পথে স্কুল সার্ভিস কমিশন। রেকর্ড চাকরি বাতিল হতে পারে ২০১৬ সালের নবম, দশমের শিক্ষক পদে কর্মরতদের। এসএসসির নজরে রয়েছে ৮০০ জনের বেশি শিক্ষক। কমিশন ১৯ নম্বর বিধি প্রয়োগ করে ‘অযোগ্য’ শিক্ষকদের নিয়োগপত্র বাতিল করতে পারে। পুরো প্রক্রিয়াটাই হবে পর্যায়ক্রমে।

২০১৬ সালের নবম, দশমের শিক্ষক পদে যেসব পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছিলেন সেখান থেকে ৯৫২ জনের তালিকা হাইকোর্টের নির্দেশে আগেই প্রকাশ করেছিল স্কুল সার্ভিস কমিশন। তালিকায় নাম থাকা শিক্ষকদের নম্বরের হেরফের দেখা দেয়। সার্ভার এবং ওএমআর শিটে নম্বরের ফারাক ছিল। দেখা যায়, ৫৩ পর্যন্ত নম্বর বাড়ানো হয়েছে। ওএমআর শিটে শূন্য পাওয়া পরীক্ষার্থীর নম্বর কমিশনের সার্ভারে ৪৮ করে দেওয়া হয়েছে। ১ পাওয়া পরীক্ষার্থীর নম্বর বেড়ে হয়েছে ৫৩। ৪৬,৯৫২ জনের ওই তালিকা দেখে হাইকোর্ট প্রশ্ন তুলেছিল, কেন কমিশন সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে না?

সেই প্রেক্ষিতেই শেষ পর্যন্ত ‘নম্বর জালিয়াতি’র ঘটনা কার্যত মেনে নিল এসএসসি। এবার কড়া পদক্ষেপের পথে কমিশন। এনিয়ে এসএসসি-র চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার বলেন, ‘৯৫২ জনের যে তালিকা আমাদের ওয়েবসাইটে আছে তাদের অনেকেরই নম্বর সার্ভারে একরকম এবং ওএমআর শিটে অন্য। দুই জায়গায় নম্বরের বিস্তর ফারাক দেখা যাচ্ছে। বিধি অনুযায়ী ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃত ভুলে সুপারিশপত্র বাতিল করা যায়। ৬ তারিখ শুনানির পর ৮ তারিখ হলফনামা দিয়ে জানিয়েছি, এই প্রক্রিয়া আমরা শুরু করতে পারব।’

Stay updated with the latest news headlines and all the latest Westbengal news download Indian Express Bengali App.

Web Title: Ssc 2016 teacher recruitment case siddhartha majumdar