SSC চাকরিপ্রার্থীদের আন্দোলন পড়ল ৫৭৫ দিনে, ধরনামঞ্চেই অসুস্থ আন্দোলনকারী

তিনদিন আগেও ধরনামঞ্চে অসুস্থ হয়ে পড়েছিলেন এক চাকরিপ্রার্থী।

তিনদিন আগেও ধরনামঞ্চে অসুস্থ হয়ে পড়েছিলেন এক চাকরিপ্রার্থী।

author-image
IE Bangla Web Desk
New Update
ssc candidate fall sick at dharnamancha

ধরনামঞ্চে এসএসসির আন্দোনকারীরা।

দেড় বছরের বেশি সময় ধরে রোদ, বৃষ্টি, শীত সহ্য করেই ধরনামঞ্চে আন্দোলনে এসএসসির চাকরিপ্রার্থীরা। সোমবার সেই মঞ্চেই গুরুতর অসুস্থ হয়ে পড়েন এক চাকরিপ্রার্থী। তড়িঘড়ি তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। চলছে চিকিৎসা। জানা গিয়েছে, অসুস্থ আন্দোলনকারীর নাম দেবাশিস রায়। মনে করা হচ্ছে, তীব্র গরমে অসুস্থ হয়ে পড়েছেন তিনি।

Advertisment

সোমবার চাকরিপ্রার্থীদের আন্দোলন ৫৭৫ দিনে পড়ল। তিনদিন আগেও ধরনামঞ্চে অসুস্থ হয়ে পড়েছিলেন এক চাকরিপ্রার্থী।

আন্দোলনকারীদের মধ্যে কেউ প্রাইমারি টেট উত্তীর্ণ, তাঁদের নাম রয়েছে নবম-দশম-একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের তালিকায়। বঞ্চিত এসএসসির গ্রুপ সি ও গ্রুপ ডির চাকরিপ্রার্থীরাও। কেউ গান্ধীমূর্তির পাদদেশে, তো কেউ মাতঙ্গিনী হাজরার মূর্তির পাদদেশে আন্দোলন করছেন। দুর্গাপুজো, কোজাগরী লক্ষ্মী পুজোর দিনও চলেছে ধরনা।

Advertisment

২০০৯ সালে নবম-দশমের শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছিল। পরে হয় পরীক্ষা। কিন্তু ২০১১-তে তৃণমূল সরকার ক্ষমতায় এসে সেই নিয়োগ বাতিল করে দেয়। ২০১৪ সালে নতুন করে ইন্টারভিউ হয়। প্রত্যন্ত জেলাগুলির নিয়োগ হলেও দক্ষিণ ২৪ পরগনা জেলার নিয়োগ আটকে যায়। আন্দোলনকারীদের অভিযোগ, ২০১৪ সালের চাকরিপ্রার্থীদের প্যানেলই প্রকাশিত হয়নি। ১৩ বছর ধরে নিয়োগের আশায় বসে রয়েছেন তাঁরা। দেড় বছরের বেশি সময় ধরে নিয়োগের দাবিতে রাস্তায় তাঁদের আন্দোলন চলছে।

SSC WB SSC Scam