এসএসসি গ্রুপ ডি কর্মী নিয়োগ মামলায় কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই অনুসন্ধান করবে না। সিঙ্গল বেঞ্চের রায় খারিজ করে এমনই নির্দেশ দিল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। তবে এই মামলায় দুর্নীতির বিষয়টি খতিয়ে দেখতে হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে তিন সদস্যের বিশেষ দল গঠন করা হবে। সেই দলই পুরো বিষয়টি তদন্ত করবে।
দুর্নীতির অভিযোগ এসএসসি-র গ্রুপ ডি নিয়োগ সংক্রান্ত বিষয়ে সিবিআইকে অনুসন্ধানের নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বেঞ্চ। সেই রায়কে চ্যালেঞ্জ করে হাইকের্টের ডিভিশন বেঞ্চে আবেদন জানায় রাজ্য সরকার। এর আগে শুনানিতে ডিভিশন বেঞ্চ এই মামলায় সিবিআই অনুসন্ধানের নির্দেশ তিন সপ্তাহের জন্য স্থগিতের নির্দেশ দিয়েছিল। আর এ দিনের শুনানিতে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার অনুসন্ধানের ক্ষেত্রে সিঙ্গল বেঞ্চের নির্দেশ বাতিল করে দিন কলকাতা হাইকোর্টের বিচারপতি হরিশ ট্যান্ডন ও রবীন্দ্রনাথ সামন্তের ডিভিশন বেঞ্চ।
এই মামলায় আগেই পর্ষদ সিবিআই অনুসন্ধানের বদলে প্রাক্তন বিচারপতিদের নিয়ে কমিটি গড়ে অনুসন্ধানের আর্জি জানিয়েছিল আদালতে। কিন্তু, সিঙ্গল বেঞ্চ সেই আবেদনে খারিজ করে দেয়। বদলে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকেই অনুসন্ধানের ভার দেয়। এ দিন ডিভিশন বেঞ্চ রায়ে জানিয়েছে, হাইকোর্টের প্রাক্তন বিচারপতি রঞ্জিতকুমার বাগের নেতৃত্বে একটি কমিটি তৈরি হবে। এই কমিটিই এসএসসি গ্ৰুপ ডি নিয়োগ মামলার তদন্ত করবে। দু’মাসের মধ্যে কমিটি তদন্ত রিপোর্ট হাইকোর্ট জমা করবে।
২০১৯ সালে গ্রুপ ডি কর্মী নিয়োগ নিয়ে দুর্নীতি প্রকাশ্যে আসে। প্যানেলের মেয়াদ শেষের পরও প্রচুর নিয়োগ হয়েছে বলে আদালতে অভিযোগ করেন মামলাকারী। দায়ী করা হয় কমিশনকে। আদালতে অবশ্য কমিশন জানিয়েছে, ওই নিয়োগ সংক্রান্ত কোনও সুপারিশ তারা করেনি। তবে, পর্ষদের দাবি কমিশনের সুপারিশ মেনেই সব নিয়োগ হয়েছে। পরস্পর বিরোধী এই দাবির প্রেক্ষিতেই দুর্নীতির অভইযোগ আরও গাঢ় হয়।
ইন্ডিয়ানএক্সপ্রেসবাংলাএখন টেলিগ্রামে, পড়তেথাকুন