/indian-express-bangla/media/media_files/2025/11/02/school-service-commission-result-2025-11-02-16-22-47.jpg)
চলতি সপ্তাহেই প্রকাশিত হতে চলেছে স্কুল সার্ভিস কমিশনের ফলাফল?
এসএসসির একাদশ-দ্বাদশ শ্রেণির পরীক্ষার ফলাফল প্রকাশিত হতে চলেছে চলতি সপ্তাহেই। রাজ্যের স্কুল সার্ভিস কমিশন (SSC) নভেম্বরের প্রথম সপ্তাহে একাদশ-দ্বাদশ শিক্ষক নিয়োগের তালিকা প্রকাশ করবে বলে কমিশনের এক আধিকারিক জানিয়েছেন। একইসঙ্গে, নবম ও দশমের তালিকা প্রকাশিত হতে চলেছে নভেম্বরের দ্বিতীয় সপ্তাহেই।
SIR নিয়ে তোলপাড়ের মধ্যে শুভেন্দুর মুখে কার্বলিক অ্যাসিড প্রসঙ্গ, এবার কাকে নিশানা বিরোধী দলনেতার?
কমিশনের এক আধিকারিক জানিয়েছেন, বহু প্রার্থী মাধ্যমিক (Classes IX-X) এবং উচ্চমাধ্যমিক (Classes XI-XII) — উভয় স্তরের নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণ করেছেন। প্রথমে একাদশ-দ্বাদশেরপরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে, এরপর ইন্টারভিউ নিয়ে নিয়োগের জন্য প্রস্তাবিত প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে। এর ফলে যারা উচ্চমাধ্যমিক স্তরে নির্বাচিত হবেন, তারা মাধ্যমিক স্তরের কাউন্সেলিংয়ে অংশ নেবেন না। উল্লেখ্য, উচ্চমাধ্যমিক স্তরে পে স্কেল মাধ্যমিক স্তরের তুলনায় তুলনামূলকভাবে বেশি।
উল্লেখ্য, চলতি বছরের ৭ সেপ্টেম্বর অনুষ্ঠিত মাধ্যমিক স্তরের নির্বাচনী পরীক্ষায় প্রায় ২.৯১ লক্ষ প্রার্থী অংশ নেন। অপরদিকে, ১৪ সেপ্টেম্বর উচ্চমাধ্যমিক স্তরের পরীক্ষায় অংশ নিয়েছেন ২.২৬ লক্ষেরও বেশি প্রার্থী।
এপ্রিল মাসে সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিল যে, ডিসেম্বরের মধ্যে নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে। একই সঙ্গে, আদালত ২০১৬ সালের বিতর্কিত নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে চাকরি পাওয়া ১৭,২০৬ মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষকের চাকরি বাতিল করে। আদালতের পর্যবেক্ষণে বলা হয়েছিল, সেই নিয়োগ প্রক্রিয়া ছিল “tainted beyond redemption”।
মেক্সিকোতে সুপারমার্কেটে ভয়াবহ বিস্ফোরণ, ২৩ জনের মৃত্যু, আহত বহু
শিক্ষা দপ্তরের এক আধিকারিক জানান, উচ্চমাধ্যমিক স্তরের প্রার্থীদের উত্তরপত্র (OMR শিট) স্ক্যানিং প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। মঙ্গলবার ফাইনাল আন্সার কি তৈরি করা হয়েছে, যা ফলাফল প্রকাশের আগে কমিশনের ওয়েবসাইটে আপলোড করা হবে।
এর আগে, ২১ সেপ্টেম্বর কমিশন মডেল আন্সার কী প্রকাশ করে এবং প্রার্থীদের আহ্বান জানায় যে তারা ভুল মনে করলে উত্তরগুলির বিরুদ্ধে আপত্তি জানাতে পারেন। প্রাপ্ত প্রতিক্রিয়া বিশ্লেষণ করে চূড়ান্ত উত্তর তালিকা তৈরি করা হয়েছে বলে জানিয়েছেন শিক্ষা দপ্তরের এক আধিকারিক।
ঘন ঘন টেনশনে ভুগছেন? এই ৫টি উপায় মানসিক শান্তি মিলবে, হাতে নাতে ফল পাবেন
উচ্চমাধ্যমিক স্তরে মোট ১১টি বিষয়ে প্রায় ১২,৫০০ শিক্ষক নিয়োগ করা হবে। মাধ্যমিক স্তরে ১১টি বিষয়ে প্রায় ২৩,০০০ শিক্ষক নিয়োগের পরিকল্পনা রয়েছে।
একজন কমিশন আধিকারিক জানান, “আমরা চাই যত দ্রুত সম্ভব নিয়োগ প্রক্রিয়া শেষ করতে। আগামী ৩ নভেম্বর থেকে গ্রুপ সি ও ডি পদের নির্বাচনী পরীক্ষার জন্য অনলাইন ফর্ম জমা নেওয়া শুরু হবে। জানুয়ারি মাসে এই পরীক্ষাগুলি অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে।”
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us