বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের কড়া অবস্থানের পরেই নড়েচড়ে বসল মধ্যশিক্ষা পর্ষদ। রাতেই পর্ষদের ওয়েবসাইটে বেরোল নোটিস। উল্লেখ্য, মন্ত্রী-কন্যা অঙ্কিতা অধিকারীর চাকরি পাওয়ার কথা ছিল অনামিকা রায়ের। তাঁকে চাকরি দিতে এর আগেই পর্ষদকে নির্দেশ দিয়েছিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। কিন্তু ৪ মাস কেটে গেলেও অনামিকা নিয়োগপত্র হাতে না পেয়ে ফের উচ্চ আদালতের দ্বারস্থ হন। সোমবার এই মামলায় কড়া অবস্থান নেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। তার কয়েক ঘণ্টার মধ্যে তৎপরতা পর্ষদেরও।
বিচারপতি গঙ্গোপাধ্যায়ের কড়া অবস্থানের পর কী ভূমিকা মধ্যশিক্ষা পর্ষদের?
একটি সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী অনামিকা রায়ের দাবি, মধ্যশিক্ষা পর্ষদের ওয়েবসাইটে তাঁকে অ্যাপয়নমেন্ট লেটার দিতে নোটিশ দেওয়া হয়েছে। একটি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে আগামী ২০ সেপ্টেম্বর প্রয়োজনীয় নথি নিয়ে অনামিকা রায়কে পর্ষদ ভবনে যেতে হবে। নিয়োগপত্র নিতেই তাঁকে ডাকা হয়েছে বলে দাবি অনামিকার।
গতকাল ঠিক কী নির্দেশ দিয়েছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়?
অনামিকার অভিযোগ ছিল, পুলিশ ভেরিফিকেশন অসম্পূর্ণ থাকাতেই তিনি নিয়োগপত্র পাননি। একথা শুনে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এই অভিযোগের ব্যাপারে বিস্তারিত জানতে চেয়ে রিপোর্ট তলব করেন শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের কাছে। আজ অর্থাৎ মঙ্গলবার বেলা ১২টার মধ্যে শিলিগুড়ি পুলিশ কমিশানরেটকে এব্যাপারে রিপোর্ট জমার নির্দেশ দেন তিনি।
আরও পড়ুন- সাংঘাতিক তথ্য ইডির হাতে? কয়লা দুর্নীতির জাল গোটাতে মরিয়া মেজাজ! দিল্লি তলব লালাকে
আদালতের নির্দেশ সত্ত্বেও এখনও নিয়োগপত্র না পাওয়া নিয়ে কী অভিযোগ অনামিকার?
অনামিকা জানিয়েছেন, এর আগে ১৬ মে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তাঁকে চাকরিতে নিয়োগের নির্দেশ দিয়েছিলেন। কিন্তু তারপর থেকে ৪ মাস কেটে গেলেও তিনি নিয়োগপত্র পাননি। মধ্যশিক্ষা পর্ষদে তাঁর ভেরিফিকেশন হয়ে গিয়েছে, হয়েছে মেডিক্যাল টেস্টও। পুলিশ ভেরিফিকেশনের জন্য প্রয়োজনীয় সব নথি তিনি জমা দিয়েছিলেন বলে তাঁর দাবি। কিন্তু পুলিশ ভেরিফিকেশন রিপোর্ট অসম্পূর্ণ থাকায় তিনি নিয়োগপত্র পাননি বলে তাঁর দাবি।
আরও পড়ুন- ফের আন্দোলনে কুড়মিরা, আগেভাগে একগুচ্ছ গুরুত্বপূর্ণ ট্রেন বাতিলের ঘোষণা
যদিও অনামিকার এই অভিযোগ শোনার পরেই ক্ষুব্ধ বিচারপতি তৎক্ষণাৎ শিলিগুড়ি পুলিশ কমিশনারটকে এব্যাপারে একটি রিপোর্ট জমা দিতে নির্দেশ দিয়েছিলেন। তবে এরই মধ্যে গতকাল রাতে মধ্যশিক্ষা পর্ষদ নিজেদের ওয়েবসাইটে অনামিকা রায়কে নিয়োগপত্র সংগ্রহ করার নোটিশ দিয়েছে বলে তাঁর দাবি।