SSC Recruitment Case Verdict:অবশেষে কলকাতা হাইকোর্টের নির্দেশই বহাল রেখেছে সুপ্রিম কোর্ট (Supreme Court)। ২০১৬ সালের SSC-র পুরো প্যানেলই বাতিল করে দিয়েছে সুপ্রিম কোর্ট। অর্থাৎ বাতিল হয়ে গেল ২৫ হাজার ৭৫৩ জনের চাকরি। সর্বোচ্চ আদালতের এই নির্দেশ শুনে কান্নায় ভেঙে পড়লেন চাকরিপ্রাপকরা। কপাল চাপড়ে তাঁরা দুষলেন সেই এসএসসি-কেই।
'SSC-র দুর্নীতির মাশুল আমাদের দিতে হল', সুপ্রিম কোর্টের নির্দেশ শুনে কান্নায় ভেঙে পড়তে পড়তে একথাই বললেন চাকরিপ্রাপকরা। সর্বোচ্চ আদালতে আজই এসএসসি-র নিয়োগ সংক্রান্ত মামলার চূড়ান্ত রায়দান ছিল। এর আগে চাকরিপ্রাপকরা আশা করেছিলেন সর্বোচ্চ আদালত যোগ্য এবং অযোগ্য প্রার্থীদের আলাদা করতে পারবে। কলকাতা হাইকোর্টের নির্দেশকে তারা চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গিয়েছিলেন।
তাদের আশা ছিল, সর্বোচ্চ আদালত যোগ্য ও অযোগ্যদের আলাদা করবে এবং যোগ্যদের কাজে বহাল রাখবে। তবে সেটা আর সম্ভব হল না। সুপ্রিম কোর্ট বৃহস্পতিবার স্পষ্ট করে জানিয়ে দিয়েছে, যে পরিমাণ দুর্নীতি হয়েছে. তাতে করে যোগ্য ও অযোগ্যদের আলাদা করা সম্ভব নয়। ২০১৬ সালের এসএসসি নিয়োগের পুরো প্যানেলে বাতিল বলে জানাল সুপ্রিম কোর্ট। কলকাতায়
এদিকে এদিন সকাল থেকেই কলকাতার শহিদ মিনারের কাছে ২০১৬ সালের এসএসসির চাকরিপ্রাপকরা জমায়েত করেছিলেন। রায় শোনার পর তারা কান্নায় ভেঙে পড়েছেন। হাউ-হাউ করে কাঁদতে দেখা গিয়েছে অনেককে। তাঁদের একটাই বক্তব্য, "দুর্নীতি না করেও দুর্নীতির দায়ে এত বছর চাকরি করেও আমরা চাকরি হারালাম। এসএসসি-র দুর্নীতির মাশুল আমাদের দিতে হল।" এক চাকরিপ্রাপক বললেন, "প্রাতিষ্ঠানিক দুর্নীতির স্বীকার হলাম আমরা। এর দায় রাজ্য সরকারের। আমি জানি না, এরপর কী হবে? আমাদের কলঙ্কিত করা হল। এমন যে রায় হতে পারে এটা আমরা ভাবতেই পারিনি। তার চেয়ে আমাদের তো আত্মহত্যা করে নিতে বলতে পারত।"