Advertisment

নিয়োগ দুর্নীতি: '১০০ নয়, কুন্তলের ৫০০ কোটির খেলা', ফের বিস্ফোরক তাপস মণ্ডল

কুন্তলের এজেন্সির 'চাপ' তত্ত্বও উড়িয়ে দিয়েছেন তাপস মণ্ডল।

author-image
IE Bangla Web Desk
New Update
ssc recruitment corruption 500 crore tapas mondal attack kuntal ghosh , নিয়োগ দুর্নীতি: '১০০ নয়, কুন্তলের ৫০০ কোটির খেলা', ফের বিস্ফোরক তাপস মণ্ডল

নিয়োগ দুর্নীতিতে ধৃত কুন্তল ঘোষ ও তাপস মণ্ডল।

বৃহস্পতিবার জেল থেকে বেরনোর সময় বিস্ফোরক দাবি করলেন নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত তাপস মণ্ডল। ফের তাঁর নিশানায় ওই মামলাতেই ধৃত কুন্তল ঘোষ। এদিন তাপস মণ্ডল সাফ বলেন, 'আগে বলেছিলাম নিয়োগ দুনীতিতে ১০০ কোটির খেলা। এখন বলছি ১০০ নয় ৫০০ কোটির খেলা। অভিষেক বন্দ্যোপাদ্যায়ের নাম ভাঙিয়ে কুন্তল যে টাকা তুলেছে তা হাওয়ালার মাধ্যমে খাটাচ্ছে ও। পাঠিয়েছে দেশের বাইরেও। জেলে বসেই এসব চলছে।' জেলেই এই আভাস তিনি পেয়েছেন বলে দাবি করেছেন তাপস।

Advertisment

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সুরেই সিবিআই-ইডি'র বিরুদ্ধে চাপ দেওয়ার অভিযোগ তুলেছেন জেলবন্দি কুন্তল ঘোষ। তাঁর অভিযোগ, তদন্তে জিজ্ঞাসাবাদের সময় কেন্দ্রীয় এজেন্সি জোর করে তৃণমূলের সর্বভারতীয় সাধারাণ সম্পাদকের নাম নেওয়ার চাপ দিচ্ছে। এমনকী আদালতকেও লিখিতবাবে সব জানিয়েছেন তিনি। সত্যি কী কুন্তলের উপর চাপ দিচ্ছে সিবিআই-ইডি'র গোয়েন্দারা? জবাবে তাপস মণ্ডল বলেছেন, 'এসব কিচ্ছু হয়নি। সব কুন্তলের নাটক। নাটক করছে ও। এজেন্সি কোনও অত্যাচার করেনি।'

এর আগে নিয়োগ দুর্নীতিতে ৩৫০ কোটি টাকা নয়ছয়ের অভিযোগ এনেছিল ইডি। কেন্দ্রীয় এজেন্সির নিশানায় ছিল ধৃত প্রমোটার অয়ন শীল। সেই সময় অভিযুক্ত তাপস মণ্ডল দাবি করেছিলেন, ওই দুর্নীতির সবটাই জানেন কুন্তল। এমনকী, নিয়োগ দুর্নীতিতে ইডির হাতে গ্রেফতার এই বহিষ্কৃত তৃণমূল নেতাকে 'ম্যাজিশিয়ান' বলেও সম্বোধন করেছিলেন তাপস।

আরও পড়ুন- আংটি নয়-হাতে ঘামাচি! পার্থকে নিশানা করে কী বার্তা কুন্তলের?

জেলবন্দি কুন্তলের বিরুদ্ধে তৃণমূলের আর এক বহিষ্কৃত নেতা শান্তনু বন্দ্যোপাধ্যায়ও মুখ খুলেছিলেন। কুন্তলই 'নাটের গুরু' বলে ইডি-কে জানিয়েছিলেন তিনি। এমনকী, কুন্তল অয়ন শীলের থেকে টাকা নিয়ে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের কাছে পৌঁছে দিতেন বলেও অভিযোগ করেছিলেন বলাগড়ের ধৃত তৃণমূল নেতা শান্তনু।

তবে, এদিন আদালত থেকে বেরনোর পথে তাপস মণ্ডলের অভিযোগ নিয়ে কিছু মন্তব্য করেননি কুন্তল ঘোষ।

নিয়োগ দুর্নীতি মামলায় তাপস মণ্ডলের মুখ থেকেই প্রথম কুন্তল ঘোষ, শান্তনু বন্দ্যোপাধ্যায়, গোপাল দলপতি, কালীঘাটের কাকুর নামই শোনা গিয়েছিল। সেই সূত্রেই তদন্ত করে কুন্তলওশান্তনুকে গ্রেফতার করেছে কেন্দ্রীয় এজেন্সি। পরে তাপসকেও গ্রেফতার করা হয়েছে। এখন দেখার, তাপসের '৫০০ কোটির খেলা' মন্তব্য নিয়ে তদন্ত কোন দিকেমোড় নেয়।

abhishek banerjee WB SSC Scam Kuntal Ghosh Tapash Mondal
Advertisment