SCC দুর্নীতিতে সুপ্রিম কোর্টের রায়ে চাকরি গিয়েছে এ রাজ্যের প্রায় ২৬ হাজার শিক্ষক-শিক্ষিকা এবং অশিক্ষক কর্মচারীর। শুক্রবার বিকাশ ভবনে চাকরিহারাদের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে বসেছিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। আড়াই ঘন্টারও বেশি সময় ধরে চলা সেই বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে যোগ্য চাকরিহারাদের বড়সড় আশার বাণী শোনালেন শিক্ষামন্ত্রী।
কী বললেন শিক্ষামন্ত্রী?
যোগ্যদের তালিকা আইনি পরামর্শ নিয়ে আগামী দুই সপ্তাহের মধ্যে ওয়েবসাইটে তুলে দেওয়া হবে। মিরর ইমেজও আছে। তবে সেটার ক্ষেত্রেও আইনি পরামর্শ লাগবে। "
এরই পাশাপাশি শিক্ষামন্ত্রী চাকরিহারাদের আন্দোলন প্রসঙ্গে আরো বলেন, " ওরা ( চাকরিহারা) রাজপথে থাকতে চান, ওদের সঙ্গে আমিও সহমত। আমরা আমাদের প্রতিশ্রুতি রাখতে না পারলে ওদের পথে থাকাই উচিত। আমরা আইনি পরামর্শ নিয়ে চেষ্টা করব। সেই সময়টা পর্যন্ত দেখে নিন। ২১ তারিখ পর্যন্ত অপেক্ষা করুন। "
চাকরিহারাদের আবারও প্রতিশ্রুতি দেওয়ার পাশাপাশি এদিন বিরোধী রাজনৈতিক দলগুলোকেও একহাত নিয়েছেন শিক্ষামন্ত্রী। বিরোধীদের কটাক্ষ করে এদিন ব্রাত্য বসু বলেছেন, " বিরোধীরা চাইছেন এই ২৬ হাজার লোককে বলি দিয়ে ভোটের আগে একটা অস্থিরতা তৈরি করতে। তবে আমরা বলতে চাই আপনারা আপনাদের রাজনীতি করুন। আমরা এই মানুষগুলোকে শেষ মুহূর্তে অক্সিজেন দেওয়ার চেষ্টা করছি।"