/indian-express-bangla/media/media_files/2025/06/25/pp-2025-06-25-15-20-16.jpg)
SSC recruitment scam: চাকরি ফেরতের দাবিতে পথে 'যোগ্য' গ্রুপ সি ও গ্রুপ ডি কর্মীরা।
Group C and D job termination: এবার চাকরি ফেরতের দাবিতে বড়সড় আন্দোলনে SSC-এর যোগ্য গ্রুপ C ও গ্রুপ D কর্মীরা। বুধবার সল্টলেকের করুণাময়ী থেকে SSC ভবন পর্যন্ত গ্রুপ C ও গ্রুপ D কর্মীদের মহামিছিল। 'নিয়োগ দুর্নীতির দায় এসএসসি-কেই নিতে হবে', সোচ্চার চাকরিহারা শিক্ষাকর্মীরা। এদিকে গ্রুপ C ও গ্রুপ D কর্মীদের মিছিল ঘিরে যাতে কোনও বিশৃঙ্খলা না ছড়ায় তা দেখতে রীতিমতো তৎপর পুলিশ। এসএসসি ভবনের সামনে পুলিশে পুলিশে ছয়লাপ।
এদিন সল্টলেকের করুণাময়ী থেকে প্রতিবাদ মিছিল শুরু করে এসএসসি যোগ্য গ্রুপ C ও গ্রুপ D অধিকার মঞ্চ। চাকরিহারা যোগ্য গ্রুপ C কর্মী সুজয় সরকার বলেন, "যোগ্য ১২৫৫ জন গ্রুপ C ও ২১৩৯ জন গ্রুপ D কর্মী যাদের বিরুদ্ধে তদন্তকারী সংস্থা (Bag Committee & CBI) ও নিয়োগকারী সংস্থার (WBCSSC) কোনও অভিযোগ নেই, সেই যোগ্য ৩৩৯৪ জন শিক্ষাকর্মীদের Cerfified List SSC-কে অবিলম্বে প্রকাশ করতে হবে। CBI-এর উদ্ধার করা ২২ লক্ষ OMR অবিলম্বে SSC-এর অফিসিয়াল ওয়েবসাইটে আপলোড করতে হবে। নিয়োগ দুর্নীতির সমস্ত দায় এসএসসিকে নিতে হবে। আইনি পদ্ধতিতে ৩৩৯৪ জন শিক্ষাকর্মীকে নিজেদের বিদ্যালয়ে সম্মানের সঙ্গে চাকরিতে ফেরানোর বন্দোবস্ত করতে হবে। এই দাবিতে এসএসসি ভবনের সামনে আমাদের অবস্থান চলবে।"
উল্লেখ্য, ২০১৬ সালের SSC-এর পুরো প্যানেলে বাতিল হয়ে যায়। সুপ্রিম কোর্ট স্কুল সার্ভিস কমিশনের ২০১৬ সালের পুরো প্যানেল বাতিল বলে ঘোষণা করে। যার জেরে এই রাজ্যের প্রায় ২৬ হাজার শিক্ষক-শিক্ষিকা এবং শিক্ষাকর্মী চাকরি হারিয়েছেন। পরবর্তী সময়ে রাজ্য সরকারের তরফে চাকরিহারা গ্রুপ C ও গ্রুপ D কর্মীদের জন্য মাসে যথাক্রমে ২৫ এবং ২০ হাজার টাকা করে ভাতার ঘোষণা করা হয়।
তবে কলকাতা হাইকোর্ট সম্প্রতি SSC গ্রুপ C ও গ্রুপ D কর্মীদের ভাতা দেওয়ার বিষয়ে রাজ্য সরকারের নির্দেশিকায় স্থগিতাদেশ জারি করেছে। স্বাভাবিকভাবেই উচ্চ আদালতের স্থগিতাদেশের কারণে চাকরিহারা গ্রুপ C এবং গ্রুপ D কর্মীরা আর ভাতা পাচ্ছেন না। অবিলম্বে বিষয়টিতে রাজ্য সরকারের হস্তক্ষেপ দাবি করেছেন চাকরিহারারা। এদিন চাকরিহারা গ্রুপ সি ও গ্রুপ ডি কর্মীরা তাদের চাকরিতে পুনরুদ্ধারের পাশাপাশি দ্রুত যোগ্য এবং অযোগ্যদের তালিকা প্রকাশের দাবিতেও সোচ্চার হয়েছেন।