Advertisment

নিয়োগ দুর্নীতিতে প্রভাবশালীরা: নীরব কুন্তল! 'ওর কাছে নতুন নাম শুনুন'- কাকে ইঙ্গিত তাপসের?

নিয়োগ দুর্নীতিতে কোন কোন প্রভাবশালী জড়িত? জোর চর্চা!

author-image
IE Bangla Web Desk
New Update
ssc recruitment corruption 500 crore tapas mondal attack kuntal ghosh , নিয়োগ দুর্নীতি: '১০০ নয়, কুন্তলের ৫০০ কোটির খেলা', ফের বিস্ফোরক তাপস মণ্ডল

নিয়োগ দুর্নীতিতে ধৃত কুন্তল ঘোষ ও তাপস মণ্ডল।

নিয়োগ দুর্নীতিতে যুক্ত বহু প্রভাবশালী ব্যক্তি। আদালতে এই দাবি করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তবে তদন্তের স্বার্থে প্রভাবশালীদের নাম এজলাসে জানাতে চাননি ইডি-র আইনজীবী। এই প্রেক্ষাপটেই বৃহস্পতিবার সিবিআইয়ের বিশেষ আদালতে পেশ করা হয় নিয়োগ কেলেঙ্কারিতে ধৃত কুন্তল ঘোষ ও তাপস মণ্ডল ও নীলাদ্রি ঘোষকে। আদালতে প্রবেশের মুখে কুন্তল ও তাপসের কাছে প্রভাবশালীদের নাম জানতে চাওয়া হয়। জবাবে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন তাপস মণ্ডল। মুখ খুলতে নারাজ কুন্তল ঘোষ।

Advertisment

নিয়োগ দুর্নীতিতে কোন কোন প্রভাবশালী জড়িত? এদিন পুলিশের ভ্যান থেকে নামার সময় সাংবাদিকদের প্রস্নের উত্তরে তাপস মণ্ডল বলেন, 'ওর কাছেই নতুন নাম শুনুন।' কাকে বোঝালেন তাপস? ফের এই প্রশ্নে তিনি বলেন, 'কুন্তল, কুন্তল।'

তাপস মণ্ডলের পরেই আদালতে নিয়ে যাওয়া হয় কুন্তল ঘোষকে। প্রভাবশালীদের নাম জানতে চাইলেও নীরব ছিলেন তিনি। পরে বলেন, 'আমার আর কিচ্ছু বলার নেই।'

আরও পড়ুন- অভিষেকের নাম নিতে এজেন্সির চাপ ইস্যু! ফের বিস্ফোরক কুন্তল, কী বললেন?

আরও পড়ুন- ডিএ জটিলতা সমাধানে বড় পদক্ষেপ হাইকোর্টের, রাজ্য সরকারকে কী নির্দেশ?

বিএড কলেজ সংগঠনের পদাধিকারী তাপস মণ্ডলকেকে জেরা করেই সিবিআই নিয়োগ দুর্নীতি মামলায় প্রথম তৃণমূলের যুবনেতা হুগলির কুন্তল ঘোষের নাম জানতে পারে। চলে তাঁর বলাগড়, চিনার পার্কের ফ্ল্যাটে তল্লাশি। তাপসের বয়ানের ভিত্তিতে গত ২১ জানুয়ারি কুন্তলকে গ্রেফতার করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এরপর একে একে গ্রেফতার করা হয় শান্তনু বন্দ্যোপাধ্যায়, নীলাদ্রি ঘোষদের। জেরায় কুন্তল ও তাপসের বয়ানে মেলে বিস্তর অসঙ্গতি।

এর আগে আদালতে প্রবেশের মুখে একাধিকবার একে অপরকে নিশানা করে মুখ খুলেছেন তাপস মণ্ডল ও কুন্তল ঘোষ। কুন্তলের বিরুদ্ধে তোপ দেগেছিলেন তাঁর ঘনিষ্ঠ বলে পরিচিত ধৃত শান্তনু বন্দ্যোপাধ্যায়ও। কুন্তলের বিরুদ্ধে তাপস বলেছিলেন, 'কুন্তল তো নাটক করে যাচ্ছে।' দাবি করেছিলেন য়ে, 'কুন্তল ম্যাজিশিয়ান। ও সব জানে।'

পাল্টা কুন্তলও কামদুনি আন্দোলনের অন্যতম চরিত্র মৌসুমী কয়ালের নাম তুলে দাবি করেছিলেন, 'মৌসুমী কয়াল জানতাম তাপস মণ্ডলের এজেন্ট। কত টাকা তুলেছে জানি না।' এরপর তাপস বলেছিলেন, 'ও অনেক কিছুই বলবে।'

শান্তনু বন্দ্যোপাধ্যায়ও কুন্তলকেই 'নাটের গুরু' বলে দাবি করেছিলেন।

Enforcement Directorate Shantanu Banerjee WB SSC Scam Tapash Mondal Kuntal Ghosh
Advertisment