/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2024/04/Rashmoni-Patra-Ssc-agitator.jpg)
SSC Scam: প্রতিবাদ, ক্ষোভে মাথা ন্যাড়া করেছিলেন, সেই রাসমণি হাইকোর্টের নির্দেশ নিয়ে কী বললেন? ছবি- শশী ঘোষ
Rashmoni Patra On SSC Scam Case Verdict: ঠায় পথে বসে! দীর্ঘ আইনি লড়াই, শেষে এসএসসি নিয়োগ দুর্নীতি নিয়ে বড় নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। তারপরই গান্ধীমূর্তির পাদদেশে বিক্ষোভকারী এসএসসির আন্দোলনকারীদের মধ্যে অন্যগুঞ্জন। যোগ্যদের অনেকেই হতাশ। প্রশ্ন কেন ফের পরীক্ষা দিতে হবে তাঁদের। অনেকেই বলছেন, 'আমাদের অসহায়তার কথা কাকে বোঝাব? আমরা বাঁচতে চাই।' তবে, রায় শোনার পরই অনেকেই আবেগে, অভিমানে, যন্ত্রণায় কান্নায় ভেঙে পড়লেন।
চাকরির দাবিতে মাথা ন্যাড়া করে রাস্তায় প্রতিবাদ দেখিয়েছিলেন কয়েকজন এসএসসি আন্দোলনকারী। তাঁদের অন্যতম রাসমণি পাত্র। এদিনের রায় শুনে তিনি খুশি, তবে নিজেদের ভবিষ্যৎ নিয়ে আতঙ্কিতও। হাইকোর্টের রায় শোনার পরই এ দিন রাসমণি বলেন, 'আদালতের কাছে একটাই আবেদন, নবম থেকে দ্বাদশ আমরা যারা যোগ্য তারা যেন চাকরিটা পাই। সরকারকেও একই আবেদন করব।'
অন্য চাকরি প্রার্থীদের অনেকেই বলছেন, 'পুরো প্যানেল বাতিল হয়েছে ঠিকই। কিন্তু আট বছর তো যোগ্য চাকরিপ্রার্থীদের জীবন থেকে চলে গেল। ২০১৬ সালের প্যানেল, এখন ২০২৪। এরপর আরও দীর্ঘায়িত হতে চলেছে গোটা বিষয়টা। প্যানেল বাতিল মানে তো যোগ্যরাও আদালতে যাবে। তাঁরা তো বসে থাকবেন না। এ নিয়ে আবার মামলা হবে। ফলে যোগ্যরা তো বঞ্চিতই থেকে গেল।'
আরও পড়ুন-SSC Recruitment Scam Verdict: এসএসসির বাতিলদের তালিকায় একমাত্র ছাড় শুধু সোমাকেই! জানেন কেন?
এক চাকরিপ্রার্থী কাঁদতে কাঁদতে বলেন, 'আমরা রাস্তায় পর্যন্ত শুয়েছি। যোগ্য জবাব পেয়েছে অযোগ্য চাকরিপ্রাপকরা। পুরো টাকা ওদের দিতে হবে আমরা যোগ দেওয়ার পর।' আরও এরকজন চাকরি প্রার্থী বলেন, 'একদিকে সরকারের দ্বারা বঞ্চিত, আরেকদিকে বিচারব্যবস্থার দ্বারাও বঞ্চিত।'
আরও পড়ুন-SSC: অযোগ্যদের চাকরি বাতিল, এবার ঘুরবে ভাগ্যের চাকা? কী বলছেন আন্দোলনের অন্যতম মুখ শহীদুল্লাহ?