Advertisment

দুর্নীতির দায়ে চাকরি খুইয়েছেন! এখন কী অবস্থা মুখ্যমন্ত্রী মমতার ভাইজি বৃষ্টির?

এসএসসি-র গ্রুপ সি পদের ৮৪২ জনে চাকরি বাতিল হয়েছে। সেই বাতিলের তালিকায় রয়েছে মুখ্যমন্ত্রীর ভাইজি বৃষ্টি মুখোপাধ্যায়ের।

author-image
Rajit Das
New Update
ssc scam brishty mukherjee mamata banerjees , দুর্নীতির দায়ে চাকরি খুইয়েছেন! এখন কী অবস্থা মুখ্যমন্ত্রীর ভাইজি বৃষ্টির?

চাকরি বাতিলের তালিকায় নাম থাকা মুখ্যমন্ত্রী ভাইজি বৃষ্টি।

এবার ভুয়ো চাকরি তালিকায় নাম জড়াল খোদ মুখ্যমন্ত্রীর মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিবারের। শুক্রবার হাইকোর্টের নির্দেশে এসএসসি-র গ্রুপ সি পদের ৮৪২ জনে চাকরি বাতিল হয়েছে। সেই বাতিলের তালিকায় রয়েছে মুখ্যমন্ত্রীর ভাইজি বৃষ্টি মুখোপাধ্যায়ের। এনিয়েই হইচই শুরু হয়েছে। প্রভাব খাটিয়ে ওই চাকরি পাইয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ বিরোধীদের।

Advertisment

নবম-দশম এবং গ্রুপ ডি’র পর এবার হাইকোর্টের নজরে গ্রুপ সি। ওই পদের চাকরিতে ওএমআর সিটে ৯০ শতাংশ কারচুপি করা হয়েছে বলে হাইকোর্ট জানতে পেড়েছে। ইতিমধ্যে কলকাতা হাইকোর্টের নির্দেশে ২০১৬ সালের গ্রুপ সি পদে গরমিলের তালিকা ওয়েবসাইটে প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন। ওই তালিকায় নাম রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইজির। শুক্রবার হাইকোর্টের নির্দেশে চাকরি গেল তারও।

৩১১৫ জনের ওএমআর সিটে গরমিল রয়েছে বলে দাবি এসএসসির। ওই তালিকায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইজি বৃষ্টি মুখোপাধ্যায়ের নাম রয়েছে ৬০৮ নম্বরে। এরপর শুক্রবার গ্রুপ সি পদে কর্মরত ৭৮৫ জনের চাকরি বাতিল করেছে হাইকোর্ট। ওই তালিকার ১৫৫ নম্বরে নাম রয়েছের বৃষ্টির।

প্রসঙ্গত, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মামার বাড়ি বীরভূমের রামপুরহাট ১ নম্বর বল্কের কুসুম্বা গ্রামে। ওই গ্রামে মুখ্যমন্ত্রীর স্মৃতি বিজড়িত ঘর এখনও রয়েছে। ছোটবেলা মুখ্যমন্ত্রী কুসুম্বা গ্রামেই কাটিয়েছেন। তাইতো আজও বীরভূমে এলে মুখ্যমন্ত্রী ছেলেবেলার স্মৃতিচারণ করেন। মুখ্যমন্ত্রীর মামা অনিল মুখোপাধ্যায়ের ছেলে নীহার মুখোপাধ্যায়ের মেয়ে বৃষ্টি। নীহারবাবু বর্তমানে বীরভূম জেলা পরিষদের অধ্যক্ষ। ফলে বিরোধীদের অভিযোগ প্রভাব খাটিয়ে বৃষ্টির চাকরি পাইয়ে দেওয়া হয়েছে।

মেয়ের চাকরি বাতিলের পর নীহার মুখোপাধ্যায় বলেন, 'মেয়ে কিভাবে চাকরি পেয়েছিল বলতে পারব না। মেয়ে আবেদন করেছিল। পড়াশোনায় ভালো ছিল। কিন্তু কিভাবে চাকরি পেল জানি না। তবে চাকরি তো করেনি। ইস্তফা দিয়েছিল। কারণ মেয়ে পড়ে গিয়ে মানসিক রোগী হয়ে গিয়েছে। এখন কলকাতার পিজি হাসপাতালে ভর্তি রয়েছে।'

বোলপুর হাইস্কুলে চাকরি পেয়েছিল বৃষ্টি মুখোপাধ্যায়। ওই স্কুলের প্রধান শিক্ষক পুলক আচার্য বলেন, 'নিয়মিত স্কুলে আসত না। দু-তিন স্কুলে এসেছে। কোন কাজ করত না। স্কুলে এসে বসে থাকত। কারোর সঙ্গে তেমন কোথাও বলত না। দেখে অস্বাভাবিক লাগত। তারপর হঠাৎ ইস্তফা না দিয়ে চলে যায়। কোথায় যায় জানি না।'

বিজেপির জেলা সভাপতি ধ্রুব সাহা বলেন, 'এতদিন চাকরি চুরিতে শাসক দলের নেতাদের নাম জরিয়েছিল। এবার খোদ মুখ্যমন্ত্রীর পরিবারের নাম জড়াল। এরপরও মুখ্যমন্ত্রী বলবেন তিনি সৎ। তার দলের বিরুদ্ধে চক্রান্ত করে কেন্দ্রীয় সংস্থাকে লেলিয়ে দেওয়া হচ্ছে। অথচ নিজের বাড়িতেই ঘুঘুর বাসা। প্রভাব খাটিয়ে ভাইজির চাকরি পাইয়ে দেওয়া হয়েছে।'

WB SSC Scam Mamata Banerjee Mamata Government Birbhum
Advertisment