SSC দুর্নীতি মামলায় সিবিআই তদন্ত-ই! সিঙ্গল বেঞ্চের রায় বহাল রাখল ডিভিশন বেঞ্চ

এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় ফের ধাক্কা রাজ্যের।

এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় ফের ধাক্কা রাজ্যের।

author-image
IE Bangla Web Desk
New Update
within 3 months wb govt have to pa DA to the employyes, ordered by calcutta highcourt

কলকাতা হাইকোর্ট।

এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় ফের ধাক্কা রাজ্যের। সিবিআই তদন্তের নির্দেশ নিয়ে কলকাতা হাইকোর্টের সিঙ্গল বেঞ্চের রায়ই বহাল রাখল ডিভিশন বেঞ্চ। বিচারপতি সুব্রত তালুকদার, আনন্দকুমার মুখোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ বুধবার সাফ জানিয়ে দেয়, সিঙ্গল বেঞ্চ ভুল কোনও রায় দেয়নি। নির্দিষ্ট তথ্যপ্রমাণ থাকলে আদালত সিবিআই তদন্তের নির্দেশ দিতেই পারে। ন্যায় বিচারের ক্ষেত্রে সিঙ্গল বেঞ্চ সীমা অতিক্রম করেছে বলে মনে করছে না ডিভিশন বেঞ্চ।

Advertisment

প্রসঙ্গত, এর আগে সিঙ্গল বেঞ্চ সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিল। তখন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কেও সিবিআইয়ের সামনে হাজিরা দেওয়া নির্দেশ দেয় আদালত। পরে ডিভিশন বেঞ্চে চ্যালেঞ্জ করে মামলা দায়ের করেন তাঁর আইনজীবীরা। সিঙ্গল বেঞ্চের রায়ের উপর পাঁচ সপ্তাহের স্থগিতাদেশ দেয় ডিভিশন বেঞ্চ। আজ সবকটি মামলার একসঙ্গে শুনানি হয়। শুনানির পর শেষ পর্যন্ত সিঙ্গলবেঞ্চের রায়ই বহাল রাখল ডিভিশন বেঞ্চ।

উল্লেখ্য, এসএসসি-র গ্রুপ-ডি, গ্রুপ-সি, নবম-দশম শ্রেণির শিক্ষক নিয়োগে দুর্নীতির মোট সাতটি মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিল বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সিঙ্গল বেঞ্চ। তবে পরে ডিভিশন বেঞ্চে মামলাগুলি স্থগিত হয়ে যায়। পরে ডিভিশন বেঞ্চ প্রাক্তন বিচারপতি রঞ্জিতকুমার বাগের নেতৃত্বে একটি কমিটি গঠন করে। সেই কমিটি নিয়োগ সংক্রান্ত মামলাগুলির ফ্যাক্ট-ফাইন্ডিং করে।

আরও পড়ুন এক পরেশ সিবিআই দফতরে, আরেক পরেশের খোঁজ নেই

Advertisment

বাগ কমিটি রিপোর্ট জমা দেয় আদালতে। তাতে স্পষ্ট বলা হয়, গ্রুপ সি পদে ৩৮১ জন ভুয়ো নিয়োগ করা হয়েছে। তার মধ্যে ২২ জন পরীক্ষাই দেননি। বাকিরা পাশ করেননি। গ্রুপ ডি পদেও বেআইনি ভাবে ৬২৪ জনকে নিয়োগ করা হয়। এদিন ডিভিশন বেঞ্চও বাগ কমিটির রিপোর্টকেই মান্যতা দিল।

cbi Calcutta High Court WB SSC Scam