আবারও বিকাশ ভবনে সিবিআই গোয়েন্দারা। বুধাবরা সন্ধ্যা ৬টা নাগাদ রাজ্যের শিক্ষা দফতরের মূল কার্যলয় বিকাশ ভবনে যান সিবিআইয়ের দুই আধিকারিক। শিক্ষা সচিবের ঘরে যান গোয়েন্দারা। তখন শিক্ষা সচিব মণীশ জৈন দফতরে নিজের ঘরেই ছিলেন।
প্রায় দু'ঘন্টা বিকাশ ভবনে শিক্ষা সচিবের ঘরে ছিলেন সিবিআই-য়ের দুই গোয়েন্দা। এরপর সিবিআই আধিকারিকরা বিকাশ ভবন ছাড়েন। তার পরপরই দফতর ছেড়ে বেরিয়ে যান শিক্ষা সচিব মণীশ জৈন।
শিক্ষা সচিবের কাছে ঠিক কী কারণে এসেছিলেন সিবিআই গোয়েন্দারা? তার কারণ স্পষ্ট নয়। কলকাতা হাইকোর্টের নির্দেশে শিক্ষক নিয়োগ কেলেঙ্কারির তদন্ত করছে সিবিআই। নিয়োগ দুর্নীতির শিকড় খুঁজে বার করতে তৎপর কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। তদন্তে নিয়োগ দুর্নীতি মামলার বেশ কিছু নথি গোয়েন্দাদের হাতে এসেছে। সেই সব নথি যাচাইয়ের উদ্দেশেই এ দিন সিবিআই আধিকারিকরা বিকাশ ভবনে গিয়ে শিক্ষা সচিবের সঙ্গে দেখা করেছেন বলে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সূত্রে খবর।
শিক্ষক নিয়োগ দুর্নীতির তদন্ত চলাকালীন এর আগেও বিকাশ ভবনে গিয়েছিলেন সিবিআই আধিকারিকরা। শিক্ষামন্ত্রীর আপ্ত সহায়কের দফতরে যান কে্ন্দ্রীয় গোয়েন্দারা। এবার সিবিআই গেল শিক্ষা সচিবের ঘরে।