scorecardresearch

নিয়োগ দুর্নীতি মামলা: ‘যা করছেন, কর্তৃপক্ষকে জানাতে বাধ্য হব’, সিবিআইকে আদালতের ভর্ৎসনা

তদন্তের পদ্ধতি নিয়ে প্রশ্ন!

ssc scam case judge slams cbi , নিয়োগ দুর্নীতি মামলা: 'যা করছেন, কর্তৃপক্ষকে জানাতে বাধ্য হব', সিবিআইকে আদালতের ভর্ৎসনা

তদন্তের পদ্ধতি নিয়ে সিবিআইকে কড়া কথা শোনালেন আলিপুর বিশেষ সিবিআই আদালতের বিচারক। সিবিআই হেফাজতে থাকলেও নিয়োদ দুর্নীতি মামলার অন্যতম অভিযুক্ত শান্তিপ্রসাদ সিনহার নাম কেস ডায়েরিতেই কেন নেই? বৃহস্পতিবার সেই প্রশ্নই তুলেন বিচারক তদন্তকারী আধিকারিক প্রদীপ ত্রিপাঠীকে ধমকে বলেন, ‘আপনারা কি তদন্ত করতে জানেন না?’

সিবিআইয়ের অভিযোগ ছিল, এসএসসি উপদেষ্টা কমিটির প্রধান শান্তিপ্রসাদ সিনহার সঙ্গে যোগ ছিল ওই মামলার আরেক অভিযুক্ত আব্দুল খালেকের। তারই জামিন মামলার শুনানি ছিল এদিন। শুনানিতে আবদুল খালেকের আইনজীবী সঞ্জয় দাশগুপ্ত বৃহস্পতিবার আদালতে আশঙ্কাপ্রকাশ করে জানান যে, একটি মামলা বছরের পর বছর চলতে থাকলে অভিযুক্তদের সঙ্গে অনেক কিছুই ঘটতে পারে। অভিযুক্ত যে বেঁচে থাকবেন, তারও নিশ্চয়তা নেই। সিবিআই অভিযুক্ত শান্তিপ্রসাদ সিনহাকে হেফাজতে নেয়নি। এবার তাঁর হাতের লেখা পরীক্ষার আবেদন জানান সিবিআইয়ের আইনজীবী। শুধুমাত্র জিজ্ঞাসাবাদ করায় তদন্তকারী সংস্থাকে ভর্ৎসনা করেন বিশেষ সিবিআই আদালতের বিচারক।

তখন সিবিআইয়ের তদন্তকারীকে বিচারক প্রশ্ন করেন, ‘যার নাম চার্জশিটে রয়েছে তাকে কেন গ্রেফতার করছেন না? কেস স্টাডিতে তার নাম রাখছেন না? এটা কী তদন্ত? আপনি যে আবেদন করছেন তা বৈধ নয়। আপনারা যা করছেন, তা কর্তৃপক্ষকে জানাতে বাধ্য হব। না জানালে বিপদে পড়ব। এরপর ট্রায়ালে টিকতে পারবেন তো?’

এই প্রথমবার নয়। এর আগেও শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় একাধিকবার আদালতে তীব্র ভর্ৎসনার মুখে পড়ে সিবিআই। বারবার তদন্তের গতিপ্রকৃতি নিয়ে প্রশ্ন ওঠে।

Stay updated with the latest news headlines and all the latest Westbengal news download Indian Express Bengali App.

Web Title: Ssc scam case judge slams cbi