Advertisment

নিয়োগ দুর্নীতি মামলা: শান্তিপ্রসাদ সিনহা, অশোক সাহাকে গ্রেফতার করল CBI

তথ্য গোপান ও তদন্তে সহযোগিতা না করার অভিযোগে গ্রেফতার করা হয়েছে বলে সিবিআই সূত্রে খবর।

author-image
IE Bangla Web Desk
New Update
ssc scam case sp sinha ashok saha arrest cbi updates

গ্রাফিক্স: কাঞ্চন ঘোষ

এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় আগেই পার্থ, অর্পিতাকে গ্রেফতার করেছে ইডি। এবার কড়া পদক্ষেপ কড়ল সিবিআই। গ্রেফতার করা হল এসএসসি উপদেষ্টা কমিটির প্রাক্তন আহ্বায়ক শান্তিপ্রসাদ সিনহা। সিবিআই জালে প্রাক্তনসচিব অশোক সাহাও।

Advertisment

তথ্য গোপান ও তদন্তে সহযোগিতা না করার অভিযোগে গ্রেফতার করা হয়েছে বলে সিবিআই সূত্রে খবর। এসএসসির উপদেষ্টা কমিটি কাদের দ্বারা নিয়ন্ত্রিত হত? কী ভাবে হত নিয়োগ? এইসব প্রশ্নই জেরায় করা হয়েছিল শান্তিপ্রসাদ ও অশোককে। জানা গিয়েছে, তাঁদের জাবাবে বিস্তর অসঙ্গতি মিলেছে।

এসএসসির নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআইয়ের দায়ের করা এফআইআরে প্রথমেই নাম ছিল শান্তিপ্রসাদ সিনহার। তালিকায় চার নম্বরে নাম ছিল অশোক সাহার।

গত কয়েকমাসে সদ্য ধৃতদের একাধিকবার জেরা করেছে কেন্দ্রীয় গোয়েন্দারা। তল্লাশি চালান হয় তাঁদের বাড়িতে। এ দিনও সকাল থেকে এসএসসির প্রাক্তন দুই উপদেষ্টাকে জেরা করে সিবিআই। সন্ধ্যায় গ্রেফতার করা হয় দু'জনকে।

হাইকোর্ট নিযুক্ত বাগ কমিটির রিপোর্টেও এসএসসির প্রাক্তন আহ্বায়ক শান্তিপ্রসাদ সিনহা এবং এসএসসির প্রাক্তন সচিব অশোক সাহার নাম ছিল।

নিজাম প্যালেস থেকে বুধবার সন্ধ্যায় ধৃত দু'জনকে শারীরিক পরীক্ষার জন্য নিয়ে যাওয়া হয়। বৃহস্পতিবার পেশ করা হবে আদালতে।

cbi West Bengal WB SSC Scam
Advertisment