নিয়োগ দুর্নীতি মামলায় কালীঘাটের কাকু ওরফে সুজয়কৃষ্ণ ভদ্রের বাড়িতে তল্লাশি চালাচ্ছে সিবিআই। পাশাপাশি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা হানা দিয়েছেন বেহালার ১২৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পার্থ সরকার ওরফে ভজা-র বাড়িতে। কাউন্সিলর পার্থ সরকার রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী তথা নিয়োগ দুর্নীতি মামলার অন্যতম অভিযুক্ত পার্থ চট্টোপাধ্যায়ের ‘ঘনিষ্ঠ’ বলে পরিচিত। এছাড়াও বেহালা অঞ্চলেরই ব্যবসায়ী সন্তু গঙ্গোপাধ্যায়ের বাড়িতেও সিবিআই অভিযান চলছে বলে জানা গিয়েছে।
গত মাসেই সিবিআই দাবি করেছিল, মন্ত্রী থাকাকালীন পার্থ চট্টোপাধ্যায়ের কাছে দুর্নীতির টাকা পৌঁছে দিতেন কাউন্সিলর পার্থ সরকার। সূত্রের খবর, জেরায় প্রাক্তন তৃণমূল যুব নেতা কুন্তল ঘোষের দাবি করেছিলেন যে, দুর্নীতির কালো টাকা প্রথমে সংগ্রহ করতেন পার্থ সরকার। পরে তা পৌঁছে দেওয়া হত তৎকালীন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের কাছে।
অবশ্য সংবাদমাধ্যমের কাছে সেই সময় পার্থ সরকার দাবি করেছিলেন যে, তিনি কুন্তল ঘোষকে চিনতেন না।
আপাতত যাবতীয় সম্ভাবনা খতিয়ে দেখেই তদন্তের কাজ এগিয়ে নিয়ে চলেছে সিবিআই। বৃহস্পতিবার রাজ্যের একাধিক জায়গায় একযোগে হানা দিয়েছে সিবিআই। বেহালায় সুজয়কৃষ্ণ ভদ্র, তৃণমূল কাউন্সিলর পার্থ সরকার ও ব্যবসায়ী সন্তু গঙ্গোপাধ্যায়ের বাড়িতে যখন এদিন তল্লাশি চলছে, ঠিক একই সময়ে নিউ ব্যারাকপুরে সুকান্ত আচার্যর বাড়িতেও হানা দিয়েছে সিবিআই। সুকান্ত রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী বর্তমানে জেলবন্দি পার্থ চট্টোপাধ্যায়ের প্রাক্তন আপ্ত সহায়ক ছিলেন। এর আগেও তাঁকে জিজ্ঞাসাবাদ করেছেন তদন্তকারীরা।
আরও পড়ুন- ‘কালীঘাটের কাকু’র বাড়ি ঘিরে ফেলেছে CBI, দরজা বন্ধ রেখে তল্লাশি