শিক্ষক নিয়োগে দুর্নীতি মামলায় রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এবং অর্পিতা মুখোপাধ্যায়ের নামে থাকা মোট ১০৩ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করা হল। সোমবার এ কথা জানিয়েছে ইডি। তদন্তকারী সংস্থার তরফে জানানো হয়েছে, পার্থ চট্টোপাধ্যায় ও তাঁর 'ঘনিষ্ঠ' অর্পিতার ৪৮.২২ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে। এর আগেই অর্পিতার বেলঘরিয়া, টালিগঞ্জের দুই ফ্ল্যাট থেকে মোট ৪৯.৮০ কোটি নগদ টাকা উদ্ধার করা হয়েছিল। উদ্ধার হওয়া সোনাদানার দাম ৫.০৮ কোটিরও বেশি। সব মিলিয়ে মোট ১০৩.১০ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে।
বাজেয়াপ্ত হওয়া ৪৮.২২ কোটি টাকার মধ্যে ৪০টি স্থাবর সম্পত্তি রয়েছে। যার মূল্য ৪০.৩৩ কোটি টাকা। পাশাপাশি রয়েছে ৩৫টি ব্যাঙ্ক অ্যাকাউন্ট। যেখানে ৭.৮৯ কোটি টাকা রয়েছে। এই মামলায় আজ বিশেষ আদালতে পার্থ ও অর্পিতার নামে চার্জশিট পেশ করে ইডি। গ্রেফতার হওয়ার ৫৮ দিনের মাথায় চার্জশিট করে তদন্তকারী সংস্থা।
এসএসসি দুর্নীতিকাণ্ডে গত ২২ জুলাই ইডি পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেফতার করেছিল। প্রাক্তন মন্ত্রীকে জিজ্ঞাসাবাদ চলাকালীনই তাঁর ‘ঘনিষ্ঠ’ বলে পরিচিত অর্পিতার টালিগঞ্জের আবাসনে হানা দেয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। ওই ফ্ল্যাট থেকে নগদ প্রায় ২২ কোটি টাকা উদ্ধার করা হয়। পরে অর্পিতার বেলঘরিয়ার ফ্ল্যাট থেকে আরও প্রায় ২৮ কোটি টাকা পাওয়া যায়। সব মিলিয়ে প্রায় ৫০ কোটি নগদ টাকা, সোনাদানা উদ্ধার ঘিরে শোরগোল পড়ে যায় রাজ্য জুড়ে। পরে গ্রেফতার করা হয় অর্পিতাকেও। এই মামলায় বর্তমানে সিবিআই হেফাজতে রয়েছেন পার্থ চট্টোপাধ্যায়।