Advertisment

জেরায় অর্পিতা সহযোগিতা করলেও 'দায়' এড়াচ্ছেন পার্থ, দু'জনকে আজ ফের কোর্টে পেশ

গত কয়েকদিনে জেলে গিয়ে পার্থ চট্টোপাধ্যায় ও অর্পিতা মুখোপাধ্যায়কে জেরা করেছেন ইডির আধিকারিকরা।

author-image
IE Bangla Web Desk
New Update
ssc scam partha arpita ed court production update

এসএসসি দুর্নীতিতে ধৃত পার্থ চট্টোপাধ্যায় ও অর্পিতা মুখোপাধ্যায়।

১৪ দিনের জেল হেফাজতের মেয়াদ শেষ। আজ ফের ব্যাঙ্কশাল আদালতে পেশ এসএসসি কাণ্ডে ধৃত পার্থ চট্টোপাধ্যায় ও অর্পিতা মুখোপাধ্যায়কে। দু'জনকে জেরায় ইতিমধ্যেই চাঞ্চল্যকর একাধিক তথ্য হাতে পেয়েছে ইডি। জেলে গিয়েও পার্থ-অর্পিতাকে দফায়-দফায় জেরা করেছেন তদন্তকারীরা।

Advertisment

এসএসসি র মাধ্যমে নিয়োগে এরাজ্যে পাহাড় প্রমাণ দুর্নীতির অভিযোগ উঠেছে। তদন্তে নেমে চোখ কপালে উঠে গিয়েছে ইডির আধিকারিকদের। পার্থ ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের দুটি ফ্ল্যাট থেকে মিলেছে ৫০ কোটি নগদ টাকা। এছাড়াও তাল-তাল সোনা, মুঠো-মুঠো হীরে, রুপোর গয়নাও উদ্ধার হয়েছে। মিলেছে একগুচ্ছ ফ্ল্যাট, জমি, বাড়ির দলিল।

আরও পড়ুন- চাকরি নিয়ে বিরাট ‘প্যাঁচে’ কেষ্ট কন্যা, সঙ্গে পাঁচ ঘনিষ্ঠও, আজ তলব হাইকোর্টে

অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাট থেকেই বিপুল পরিমাণ এই টাকা, সোনা-হীরে মিলেছে। যদিও জেরায় অর্পিতা জানিয়েছেন, টাকা, গয়না সবটাই পার্থ চট্টোপাধ্যায়ের। ওই টাকা বা গয়নার সঙ্গে তাঁর কোনও যোগ নেই বলেই দাবি করেছেন অর্পিতা।

আরও পড়ুন- দানা বাঁধছে আরও একটি নিম্নচাপ, জোরালো বৃষ্টির সম্ভাবনা জেলায়-জেলায়

এদিকে, বৃহস্পতিবার আদালতে পেশের আগেই ফের এক দফায় স্বাস্থ্য পরীক্ষা পার্থ-অর্পিতার। জোকা ইএসআই হাসপাতালে নিয়ে গিয়ে স্বাস্থ্য পরীক্ষা করানোর পর ব্যাঙ্কশাল আদালতে পেশ অপাকে। ইডি সূত্রে জানা গিয়েছে, তদন্তে অর্পিতা সহযোগিতা করলেও মুখ খুলছেন না পার্থ চট্টোপাধ্যায়।

partha chatterjee ED WB SSC Scam Arpita Mukherjee
Advertisment