১৪ দিনের জেল হেফাজতের মেয়াদ শেষ। আজ ফের ব্যাঙ্কশাল আদালতে পেশ এসএসসি কাণ্ডে ধৃত পার্থ চট্টোপাধ্যায় ও অর্পিতা মুখোপাধ্যায়কে। দু'জনকে জেরায় ইতিমধ্যেই চাঞ্চল্যকর একাধিক তথ্য হাতে পেয়েছে ইডি। জেলে গিয়েও পার্থ-অর্পিতাকে দফায়-দফায় জেরা করেছেন তদন্তকারীরা।
এসএসসি র মাধ্যমে নিয়োগে এরাজ্যে পাহাড় প্রমাণ দুর্নীতির অভিযোগ উঠেছে। তদন্তে নেমে চোখ কপালে উঠে গিয়েছে ইডির আধিকারিকদের। পার্থ ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের দুটি ফ্ল্যাট থেকে মিলেছে ৫০ কোটি নগদ টাকা। এছাড়াও তাল-তাল সোনা, মুঠো-মুঠো হীরে, রুপোর গয়নাও উদ্ধার হয়েছে। মিলেছে একগুচ্ছ ফ্ল্যাট, জমি, বাড়ির দলিল।
আরও পড়ুন- চাকরি নিয়ে বিরাট ‘প্যাঁচে’ কেষ্ট কন্যা, সঙ্গে পাঁচ ঘনিষ্ঠও, আজ তলব হাইকোর্টে
অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাট থেকেই বিপুল পরিমাণ এই টাকা, সোনা-হীরে মিলেছে। যদিও জেরায় অর্পিতা জানিয়েছেন, টাকা, গয়না সবটাই পার্থ চট্টোপাধ্যায়ের। ওই টাকা বা গয়নার সঙ্গে তাঁর কোনও যোগ নেই বলেই দাবি করেছেন অর্পিতা।
আরও পড়ুন- দানা বাঁধছে আরও একটি নিম্নচাপ, জোরালো বৃষ্টির সম্ভাবনা জেলায়-জেলায়
এদিকে, বৃহস্পতিবার আদালতে পেশের আগেই ফের এক দফায় স্বাস্থ্য পরীক্ষা পার্থ-অর্পিতার। জোকা ইএসআই হাসপাতালে নিয়ে গিয়ে স্বাস্থ্য পরীক্ষা করানোর পর ব্যাঙ্কশাল আদালতে পেশ অপাকে। ইডি সূত্রে জানা গিয়েছে, তদন্তে অর্পিতা সহযোগিতা করলেও মুখ খুলছেন না পার্থ চট্টোপাধ্যায়।