Advertisment

'একটি প্রজন্মের চোখের জল বৃথা যাবে না', পার্থ গ্রেফতারিতে টুইট শুভেন্দুর

এসএসসি নিয়োগ দুর্নীতিতে রাজ্যের মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের গ্রেফতারির পর এবার কোমর বেঁধে ময়দানে বিজেপি।

author-image
IE Bangla Web Desk
New Update
ssc scam partha chatterjee arrest ed suvendu adhikari's crticism

SSC দুর্নীতিতে পার্থ চট্টোপাধ্যায়ের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে পথে নামছে বিজেপি।

এসএসসি নিয়োগ দুর্নীতিতে রাজ্যের মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের গ্রেফতারির পর এবার কোমর বেঁধে ময়দানে বিজেপি। বেনজির প্রতিবাদের ডাক গেরুয়া শিবিরের। বিকেলেই রানিকুঠি থেকে নাকতলা পর্যন্ত প্রতিবাদ মিছিলের ডাক পদ্ম শিবিরের। এসএসসি মামলায় কলকাতা হইকোর্টের পদক্ষেপকে স্বাগত জানিয়ে টুইটে যোগ্য চাকরিপ্রার্থীদের পাশে থাকার আশ্বাস বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর।

Advertisment

এসএসসি দুর্নীতি মামলায় রাজ্যের বর্তমান শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেফতার করেছে কেন্দ্রীয় সংস্থা ইডি। গতকাল সকালে তাঁর নাকতলার বাড়িতে হানা দেয় ইডি। সেই থেকে একটানা একদিনের বেশি সময় ধরে পার্থ চট্টোপাধ্যায়কে দফায়-দফায় জিজ্ঞাসাবাদ করেন ইডির আধিকারিকরা। ইডির বহু প্রশ্নের উত্তর এড়িয়ে গিয়েছেন পার্থ। শেষমেশ তাঁকে গ্রেফতারের সিদ্ধান্ত নেন ইডির আধিকারিকরা। অন্যদিকে, পার্থ ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়কেও আটক করেছে ইডি।

আরও পড়ুন- অর্পিতার বাড়িতে টাকার পাহাড়, উচ্চ শিক্ষা দফতরের নাম লেখা খামে ঠাসা নোটের বাণ্ডিল

এসএসসি দুর্নীতি নিয়ে শুরু থেকেই সুর চড়িয়েছিল বিজেপি। এদিন ইডি পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেফতার করার পর আবারও সোচ্চার গেরুয়া দল। টুইটে বিজেপি নেতা শুভেন্দু অধিকারী লিখেছেন, ''যোগ্য মেধাবী প্রার্থীদের আবেদন বিবেচনা করার জন্য মাননীয় কলকাতা হাইকোর্টের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই। এসএসসি শিক্ষক হিসেবে তাঁদের নিয়োগ থেকে বঞ্চিত করেছিল। পরবর্তী আইনি পদক্ষেপের ফল পাওয়া শুরু হয়েছে। একটি প্রজন্মের চোখের জল বৃথা যাবে না।''

আরও পড়ুন- ‘নেত্রীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছিলাম, তাঁকে পাইনি’, গ্রেফতারের পর বললেন পার্থ

এসএসসি দুর্নীতি ইস্যুতে পার্থ চট্টোপাধ্যায়ের গ্রেফতারি নিয়ে আজ বিকেলেই মিছিল করবে বিজেপি। রানিকুঠি মোড় থেকে নাকতলা পর্যন্ত মিছিল করবে গেরুয়া শিবির। রাজ্য বিজেপির শীর্ষ নেতারা সেই মিছিলে হাজির থাকবেন।

partha chatterjee ED Suvendu Adhikari WB SSC Scam
Advertisment