শুক্রবার গ্রেফতারের পর শনিবার দুপুরে ব্যাঙ্কশাল আদালতে পেশ করা হয় শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার হুগলির কর্মাধক্ষ্য শান্তনু বন্দ্যোপাধ্যায়কে। যুব তৃণমূলের এই নেতার বিরুদ্ধে বেআইনিভাবে অর্থের বিনিময়ে শিক্ষক নিয়োগের অভিযোগ রয়েছে। এদিন তাঁর জামিনের আবেদন খারিজ হয়। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার তরফে শান্তনুকে ১৪ দিনের জন্য নিজেদের হেফাজতে রাখার আবেদন জানানো হলেও আগামী ১৩ই মার্চ পর্যন্ত ইডি হেফাজত মঞ্জুর হয়েছে এই তৃণমূল নেতার। ইডির দাবি, শান্তনু রাজ্য বিদ্যুৎ পর্ষদের কর্মী ছিলেন। তাঁর বার্ষিক আয় ৬ লক্ষ টাকা পর্যন্ত হতে পারে। কিন্তু, তদন্তে দেখা যাচ্ছে, ওই তৃণমূল নেতা শান্তনু বন্দ্যোপাধ্যায়ের বিপুল সম্পতি রয়েছে। এছাড়াও অভিযোগ, নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত তাপস মণ্ডল শান্তনুর কথাতেই আরেক ধৃত তথা তৃণমূলের যুব নেতা কুন্তলের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ১৯ লাখ টাকা পাঠিয়েছিলেন।
শনিবার আদালত চত্বরে নিজেকে নির্দোষ বলে দাবি করেন শান্তনু। নিজেকে নির্দোষ বলে তিনি বলেছেন, 'আমি নির্দোষ। আমাকে ফাঁসানোর চেষ্টা হচ্ছে। আমি কিচ্ছু নিইনি।' তবে কে বা কারা তাঁকে ফাঁসাচ্ছে তা নিয়ে মুখ খোলেননি অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘনিষ্ঠ হুগলির এই যুব তৃণমূল নেতা।
নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে শান্তনু বন্দ্যোপাধ্যায়ের নাম প্রথম তুলে ধরেন এই কেলেঙ্কারিতে ধৃত তাপস মণ্ডল। নিয়োগ দুর্নীতিতে ধৃত যুব তৃণমূলের সম্পাদক কুন্তল ঘোষের সঙ্গেই শান্তনুর নামটাও বলেছিলেন তাপস মণ্ডলই। পরে ইডি গোয়েন্দারা কুন্তলকে জেরা করে তাঁর অত্যন্ত ঘনিষ্ঠ শিক্ষক নিয়োগ দুর্নীতিতে শান্তনুর নানা কার্যকলাপ সম্পর্কে জানতে পেরেছে বলে সূত্রে খবর।
আরও পড়ুন- হুগলিজুড়ে শান্তনুর অগাধ সম্পত্তি, ‘চাকরি বিক্রি’র বিপুল টাকায় রিসর্ট-ধাবা আরও কত কী!
চলতি বছর জানুয়ারিতে কুন্তল ঘোষের চিনার পার্কের বাড়িতে হানা দিয়েছিল ইডি। সেই সময়ই শান্তনুর বাড়িতেও তল্লাশি অভিযান চালিয়েছিল ইডি। সেই অভিযানেই শান্তনুর বাড়ি থেকে মেলে বহু চাকরি প্রার্থীদের অ্যাডমিট কার্ড। তারপর থেকে অন্তত সাতবার জেরা করা হয়েছে হুগলির এই যুব তৃণমূল নেতাকে। শেষ পর্যন্ত শুক্রবার সকাল থেকে সাত ঘন্টা জেরা করে সন্ধ্যার পর শান্তনু বন্দ্যোপাধ্যায়কে গ্রেফতার করে ইডি।
এদিন সাংবাদিকদের শান্তনু জানান তাঁকে ফাঁসানো হচ্ছে। তাহলে কী এসএসসি নিয়োগ দুর্নীতিতে জেলে থাকা কুন্তল ঘোষ ও তাপস মণ্ডলকেই নিশানা করলেন বলাগড়ের যুব তৃণমূল নেতা। এই নিয়েই এখন জোর চর্চা। তবে পুরোটাই আদালতে তিনি বলবেন বলে জানিয়েছেন শান্তনু।
আরও পড়ুন- এসএসসি দুর্নীতি: কাঁপছে টলিউড, তলবের মুখে আরও ৫ অভিনেতা-রাজনীতিবিদ