Advertisment

SSC Recruitment Verdict: '৫ হাজার জনের বিরুদ্ধে অভিযোগ, ২৪ হাজার চাকরি বাতিল কেন?', ক্ষুব্ধ SSC এবার কোন পথে?

এসএসসি মামলার রায় ঘোষণার পাশাপাশি CBI-কেই এই গোটা নিয়োগ দুর্নীতির তদন্ত চালিয়ে যেতে বলেছে হাইকোর্ট। প্রয়োজনে এই দুর্নীতিতে অভিযুক্ত যে কাউকে হেফাজতে নিয়েই তদন্তকারীরা জিজ্ঞাসাবাদ করতে পারবেন বলেও জানিয়েছেন বিচারপতিরা। এসএসসি-কে সমস্ত OMR শিটের কপি তাদের ওয়েবসাইটে আপলোড করতে নির্দেশ দিয়েছে উচ্চ আদালত।

author-image
IE Bangla Web Desk
New Update
SSC will appeal to the Supreme Court against the judgment of the High Court

SSC: কলকাতা হাইকোর্টের রায়ের বিরুদ্ধে এবার কোন পদক্ষেপ করতে চলেছে এসএসসি?

SSC Recruitment Verdict: SSC মামলায় আজই ঐতিহাসিক রায় দিয়েছে কলকাতা হাইকোর্ট। ২০১৬ সালের গোটা প্যানেলই বাতিল বলে রায় দিয়েছে আদালত। তবে উচ্চ আদালতের এই রায়ে খুশি নয় স্কুল সার্ভিস কমিশন বা SSC। কলকাতা হাইকোর্টের এই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আবেদন করা হবে বলে জানিয়েছেন SSC-এর চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার।

Advertisment

সোমবারই SSC মমালার রায় দান করেছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাক এবং মহম্মদ শাব্বার রশিদির বিশেষ ডিভিশন বেঞ্চ। সব মিলিয়ে মোট ২৫ হাজার ৭৫৩ জনের চাকরি বতিল করেছে হাইকোর্ট। ২০১৬ সালে চাকরি পাওয়া প্রত্যেকের চাকরি বাতিল বলে ঘোষণা করেছে ডিভিশন বেঞ্চ।

উচ্চ আদালতের এই রায়ে অখুশি স্কুল সার্ভিস কমিশন। এসএসসি-র চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার জানিয়েছেন, তাঁরা এই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আবেদন করবেন। সাংবাদিকদের মুখোমুখি হয়ে এদিন সিদ্ধার্থ মজুমদার বলেন, "এই রায়ে খুশি নই। সুপ্রিম কোর্টে আবেদন করব। নবম-দশম , গ্রুপ সি, গ্রুপ ডি-তে বেশ কিছু চাকরি বাতিল হয়েছে। একাদশ-দ্বাদশে কোনও চাকরি বাতিল হয়নি। ৫ হাজার জনের বিরুদ্ধে CBI-এর অভিযোগ,২৪ হাজার চাকরি কেন বাতিল হল?"

আরও পড়ুন- SSC Recruitment Verdict: SSC মামলার ঐতিহাসিক রায়দান হাইকোর্টের, ভোটের আবহে চূড়ান্ত ধাক্কা রাজ্যের!

তিনি আরও বলেন, "OMR শিটের পুনর্মূল্যায়নের রায় নিয়ে কিছু জানি না। আদালত কোন প্রক্রিয়া, কীভাবে শুরু করতে বলেছে তা নিয়ে এখনও ধন্দে আছি। ২৩ লক্ষ প্রার্থী, ২৩-২৪ হাজার চাকরির ব্যাপার। সাড়ে তিনশোর ওপর মামলা হয়েছে। সম্পূর্ণ রায় শুনে সব বলতে পারব।"

আরও পড়ুন- SSC: অযোগ্যদের চাকরি বাতিল, এবার ঘুরবে ভাগ্যের চাকা? কী বলছেন আন্দোলনের অন্যতম মুখ শহীদুল্লাহ?

উল্লেখ্য, SSC মামলায় সোমবার ঐতিহাসিক রায়দান করেছে কলকাতা হাইকোর্ট। ২০১৬ সালের পুরো নিয়োগ প্রক্রিয়াটিই বাতিল করে দিয়েছে উচ্চ আদালত। SSC-র সমস্ত নিয়োগ বাতিল করে মেয়াদ উত্তীর্ণ প্যানেলে চাকরি প্রাপকদের আগামী ৪ সপ্তাহের মধ্যে ১২ শতাংশ সুদ সমেত বেতন ফেরতের নির্দেশ দিয়েছে আদালত।

আরও পড়ুন- Abhijit Ganguly: এসএসসি নিয়ে হাইকোর্টের নির্দেশের পরই ভয়ঙ্কর দাবি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের! ছুঁড়লেন বড় চ্যালেঞ্জ

WB SSC Scam highcourt supreme court SSC recruitment
Advertisment