কেষ্ট ফাঁদে পড়তেই আরও 'চুপচাপ' পার্থ, দেখতে গেলেন SSKM-এর ডাক্তাররা

সূত্র মারফত জানা গিয়েছে, জেল হাসপাতালে ভর্তি রয়েছেন পার্থ চট্টোপাধ্যায়।

সূত্র মারফত জানা গিয়েছে, জেল হাসপাতালে ভর্তি রয়েছেন পার্থ চট্টোপাধ্যায়।

author-image
IE Bangla Web Desk
New Update
sskm doctors goes to see ssc scam ed partha chatterjee

পার্থ চট্টোপাধ্যায়ের শারীরিক পরিস্থিতি খতিযে দেখতে গেলেন SSKM-এর চিকি

আবারও শিরেনামে পার্থ চট্টোপাধ্যায়। সূত্র মারফত জানা গিয়েছে, জেল হাসপাতালে ভর্তি রাজ্যের প্রাক্তন মন্ত্রী। তাঁর শারীরিক একাধিক সমস্যা রয়েছে বলে জানা গিয়েছে। জেল হাসপাতালের চিকিৎসা নাকি পছন্দ হচ্ছে না তৃণমূলের প্রাক্তন মহাসচিবের। এসএসকেএম থেকে চিকিৎসকদের ৮ জনের একটি দল শনিবার পার্থ চট্টোপাধ্যায়কে দেখতে গিয়েছিলেন জেল হাসপাতালে।

Advertisment

জেল হাসপাতালে রয়েছেন পার্থ চট্টোপাধ্যায়। এসএসসি দুর্নীতি মামলায় গ্রেফতারের পরেই এসএসকেএম হাসপাতালে ভর্তি হওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী। তবে শেষমেশ ভুবনেশ্বরের এইএমসে তাঁকে নিয়ে যায় ইডি।

সেখানকার চিকিৎসকরা জানান, পার্থ চট্টোপাধ্যায়ের হাসপাতালে ভর্তির মতো পরিস্থিতি নয়। পরে কলকাতায এনে প্রেসিডেন্সি জেলে রাখা হয় তাঁকে। তবে এবার জেলে নাকি সত্যিই অসুস্থ হয়ে পড়েছেন পার্থ চট্টোপাধ্যায়। বর্তমানে জেল হাসপাতালে রয়েছেন তিনি।

Advertisment

আরও পড়ুন- ‘মুড়ির টিনে টাকা পাঠাত কলকাতায়, দেহরক্ষীকে খুনের ছক কেষ্টর’, বিস্ফোরক অভিযোগে তোলপাড়

সূত্র মারফত জানা গিয়েছে, গত কয়েকদিনে কয়েক দফায় পার্থকে জেল হাসপাতালে রেখে চিকিৎসা করা হয়েছে। তবে প্রাক্তন মন্ত্রীর আগে থেকেই একাধিক শারীরিক সমস্যা ছিল। শ্বাস-প্রশ্বাস নেওযার সমস্যা, কিডনির সমস্যার মতো ক্রনিক কিছু রোগ তাঁর রয়েছে।

সেই কারণে বেশ কয়েকটি ওষুধও তাঁকে নিয়মিত খেয়ে যেতে হয়। তবে বর্তমানে তাঁর শারীরিক পরিস্থিতিত কেন খারপ হল তা অবশ্য জানা যায়নি। শনিবার এসএসকেএম হাসপাতাল থেকে চিকিৎকদের একটি টিম পার্থ চট্টোপাধ্যায়ের শারীরিক পরিস্থিতি খতিয়ে দেখতে জেল হাসপাতালে যান।

anubrata mondal partha chatterjee Jail SSKM WB SSC Scam