scorecardresearch

‘ভর্তি থাকার মতো কিছু হয়নি’, বিজেপির জিতেন্দ্রকে ফেরত পাঠাল SSKM

প্রাথমিক চিকিৎসা করেই ছেড়ে দেওয়া হয় জিতেন্দ্র তিওয়ারিকে।

SSKM Hospital did not admit Jitendra Tiwari
বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি।

প্রাথমিক চিকিৎসা করেই ছেড়ে দেওয়া হল জিতেন্দ্র তিওয়ারিকে। কম্বলকাণ্ডে ধৃত আসানসোলের বিজেপি নেতাকে ভর্তিই নিল না এসএসকেএম। এখনওই বিজেপি নেতার হাসপাতালে ভর্তি থেকে চিকিৎসার কোনও প্রয়োজন নেই বলেই জানিয়েছেন চিকিৎসকরা, এমনই খবর সূত্রের।

উল্লেখ্য, আসানসোল সংশোধনাগারে ভর্তি থাকা অবস্থায় গত বুধবার আচমকা অসুস্থ হয়ে পড়েছিলেন বিজপি নেতা জিতেন্দ্র তিওয়ারি। তড়িঘড়ি তাঁকে আসানসোলে জেলা হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করানো হয়। তবে বৃহস্পতিবার আরও বেটার ট্রিটমেন্টের জন্য বিজেপি নেতাকে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করে পুলিশ। জিতেন্দ্র তিওয়ারি চিকিৎসকদের জানিয়েছিলেন তাঁর পেটে যন্ত্রণা হচ্ছে এবং শ্বাসকষ্টেরও সমস্যা রয়েছে। সেই মতো একাধিকবার তাঁর হৃদযন্ত্রের পরীক্ষা হয়। তবে তেমন বড়সড় কোনও বিপত্তি ধরা পড়েনি বলেই হাসপাতাল সূত্রের খবর।

আরও পড়ুন- ভোটের দিন ঘোষণা না-হতেই টিকিট নিয়ে খুনোখুনি চোপড়ায়

তবে তারপরেও বিজেপি নেতার অস্বস্তি না কমায় তাঁকে কলকাতার হাসপাতালে স্থানান্তর করার সিদ্ধান্ত নেন বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসকরা। সেই মতো তাঁকে কলকাতায় আনার তোড়জোড় শুরু হয়। তবে গভীর রাতে কলকাতায় আনার পথে পুলিশকর্মীদের সঙ্গে জিতেন্দ্র তিওয়ারির কথা কাটাকাটি হয়েছে বলে জানা গিয়েছে।

গতকাল রাত প্রায় পৌনে দুটো নাগাদ জিতেন্দ্র তিওয়ারিকে আনা হয় এসএসকেএম হাসপাতালে। প্রথমেই বিজেপি নেতার আলট্রাসোনোগ্রাফি করানো হয়। তাঁকে নিয়ে যাওয়া হয় কার্ডিওলজি বিভাগে। যদিও চিকিৎসকরা তাঁর শারীরিক পরিস্থিতি খতিয়ে দেখে জানান, এখনই তাঁর হাসপাতালে ভর্তি থেকে চিকিৎসা করানোর প্রয়োজন নেই। শেষমেশ তাঁকে প্রেসিডেন্সি জেলে নিয়ে যায় পুলিশ।

আরও পড়ুন- রাম নবমীর মিছিল ঘিরে রণক্ষেত্র হাওড়া, দফায় দফায় গোষ্ঠীসংঘর্ষ, এলাকায় বিশাল পুলিশবাহিনী

এদিকে, কলকাতায় এসে সাংবাদিকদের সামনে পুলিশের নামে ভয়ঙ্কর অভিযোগ এনেছেন জিতেন্দ্র তিওয়ারি। উদ্দেশ্যপ্রণোদিতভাবে পুলিশ তাঁকে হেনস্থা করছে বলে অভিযোগ বিজেপি নেতার। পুলিশ তৃণমূলের দলদাস হয়ে কাজ করছে বলেও তোপ দেগেছেন আসানসোলের প্রাক্তন মেয়র।

Stay updated with the latest news headlines and all the latest Westbengal news download Indian Express Bengali App.

Web Title: Sskm hospital did not admit jitendra tiwari