SIR: বিহারের পর এবার বাংলাতেও SIR? নির্বাচন কমিশনের চিঠি রাজ্যকে

SIR in West Bengal : বিহারের পর এবার পশ্চিমবঙ্গেও ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন বা SIR নিয়ে জোরদার চর্চা ছড়িয়েছে।

SIR in West Bengal : বিহারের পর এবার পশ্চিমবঙ্গেও ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন বা SIR নিয়ে জোরদার চর্চা ছড়িয়েছে।

author-image
IE Bangla Web Desk
New Update
West Bengal Assembly By-Election Voting Live: নৈহাটির একটি বুথে ভোট দিচ্ছেন মহিলারা

SIR in West Bengal : বিহারের পর এবার পশ্চিমবঙ্গেও ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন বা SIR নিয়ে জোরদার চর্চা ছড়িয়েছে।

SIR: বিহারের মতো পশ্চিমবঙ্গেও ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন অর্থাৎ SIR করার দিকে এগোচ্ছে জাতীয় নির্বাচন কমিশন? উত্তরটা এখনও স্পষ্ট না হলেও ইঙ্গিত কিন্তু একটা রয়েছে। এই বিষয়টি নিয়ে জোরদার চর্চা ছড়িয়েছে। এবার মুখ্যসচিবকে চিঠি মুখ্য নির্বাচনী আধিকারিকের।

Advertisment

জানা গিয়েছে, ইলেক্টোরাল রেজিস্ট্রেশন অফিসার (ERO) এবং অ্যাসিস্ট্যান্ট ইলেক্টোরাল রেজিস্ট্রেশন অফিসার (AERO) নিয়োগ নিয়ে রাজ্যের মুখ্যসচিবকে চিঠি পাঠিয়েছেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগারওয়াল। অতি দ্রুত যাতে এই ERO ও AERO- এর শূন্যপদে নিয়োগ করা হয় সে ব্যাপারে চিঠিতে উল্লেখ করা হয়েছে।

 বিধানসভা ধরে ধরে ERO এবং AERO পদে নিয়োগের জন্য রাজ্য মুখ্যসচিবকে চিঠিতে বলেছেন রাজ্যের CEO। দ্রুত শূন্য পদ পূরণের জন্য তৎপরতা নিতে বলা হয়েছে রাজ্যকে। নির্বাচন কমিশনের এই চিঠি পাওয়ার পর রাজ্যের তৎপরতা সম্পর্কে আগামী ২৯ আগস্টের মধ্যে জানাতে নির্দেশ দেওয়া হয়েছে।

Advertisment

ইতিমধ্যেই বিহারে SIR নিয়ে তোলপাড় পড়ে গিয়েছে গোটা দেশে। ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর করার জেরে বিহারে লক্ষ-লক্ষ নাম বাদ দিয়েছে ভোটার তালিকা থেকে। বিহারে এসআইআর নিয়ে কেন্দ্রের শাসকদল BJP- এর বিরুদ্ধে লাগাতার সুর ছড়িয়ে চলেছে বিরোধীরা। রাজধানী দিল্লিতে এসআইআরের বিরুদ্ধে ফি দিন বিক্ষোভ প্রতিবাদের সামিল হচ্ছেন বিজেপি বিরোধী দলের সাংসদরা।

জানা গিয়েছে, দেশের একাধিক রাজ্যে এবার এসআইআর করার দিকে এগোচ্ছে নির্বাচন কমিশন। এই তালিকায় রয়েছে পশ্চিমবঙ্গের নামও। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, এসআইআর তিনি মানবেন না। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও জানিয়েছেন, ভোটার তালিকায় সংশোধনের নামে একটি ভোটারের নামও যদি বাদ যায় তাহলে বৃহত্তর আন্দোলনে নামবে তাঁদের দল। তবে এবার নির্বাচন কমিশনের এই চিঠির পর রাজ্যের পদক্ষেপ কী হয় সেটাই এখন দেখার। সেই সঙ্গে বিহারের পর এবার পশ্চিমবঙ্গেও ভোটার তালিকায় নিবিড় সংশোধন বা এসআইআর নিয়ে চর্চা বাড়ছে।

West Bengal SIR