হাইকোর্ট শেষমেশ জটমুক্ত পঞ্চায়েত ভোট। রাজ্যের ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন নিয়ে এখনই কোনও হস্তক্ষেপ করতে চায় না উচ্চ আদালত। প্রধান বিচারপতি শ্রী প্রকাশ শ্রীবাস্তব আজ স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, পঞ্চায়েত নির্বাচন সংক্রান্ত সব সিদ্ধান্তই নেবে রাজ্য নির্বাচন কমিশন। উচ্চ আদালতে আপাতত খারিজ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর আর্জি। এরাজ্যের ওবিসি সম্প্রদায়ের গণনার সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলে কলকাতা হাইকোর্টে এটি জনস্বার্থ মামলা করেছিলেন শুভেন্দু অধিকারী। সেই মামলাতেই এদিন হাইকোর্ট এই পর্যবেক্ষণ করেছে। পঞ্চায়েত ভোট নিয়ে যাবতীয় সিদ্ধন্ত নেওয়ার ভার হাইকোর্ট রাজ্য নির্বাচন কমিশনকেই নিতে বলেছে।
ওবিসিদের গণনার সিদ্ধান্ত নিয়েই কলকাতা হাইকোর্টে রাজ্যের বিরুদ্ধে একটি মামলা করেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেই মামলা শুরুর সময় প্রধান বিচারপতি তাঁর নির্দেশনামায় লিখেছিলেন আদালতের নির্দেশ ছাড়া নির্বাচন কমিশন এব্যাপারে কোনও সিদ্ধান্ত নেবে না বলেই প্রত্যাশা করে আদালত।
উচ্চ আদালতের সেই প্রত্যাশার কারণেই এতদিন পর্যন্ত রাজ্যে ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনের দিন ঘোষণা করতে পারছিল না কমিশন। তবে আজ অবশেষে আদালতে জটমুক্ত পঞ্চায়েত নির্বাচন। শুধুমাত্র ওবিসিদের গণনার সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে শুভেন্দু অধিকারী যে মামলা করেছিলেন আপাতত তা খারিজ করে দিল উচ্চ আদালত।
আরও পড়ুন- বাম আমলে কীভাবে চিরকুটে চাকরি হত, নিয়োগ দুর্নীতির পর্দাফাঁস করলেন দিলীপ ঘোষ
উল্লেখ্য, জনস্বার্থ মামলা দায়ের করে শুভেন্দু অধিকারীর বক্তব্য ছিল সরকারের তরফে থেকে এসসি, এসটি এবং ওবিসিদের গণনার জন্য আলাদা আলাদা সিদ্ধান্ত গ্রহণ করা হয়। দুই গোষ্ঠীর জন্য দুই সিদ্ধান্তের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেন রাজ্যের বিরোধী দলনেতা। মঙ্গলবার শুভেন্দুর সেই জনস্বার্ত মামলার পর্যবেক্ষণে আদালতও নিজের মতামত স্পষ্ট করেছে।
রাজ্যের পঞ্চায়েত নির্বাচনে এখনই কোনওরকম হস্তক্ষেপ করার প্রয়োজন আছে বলে মনে করেন না প্রধান বিচারপতি শ্রীপ্রকাশ শ্রীবাস্তব। পঞ্চায়েত ভোট সংক্রান্ত সব সিদ্ধান্তই নির্বাচন কমিশন নেবে বলে স্পষ্ট করে দিয়েছে হাইকোর্ট। মোটের উপর রাজ্যে পঞ্চায়েত ভোটের দিন ঘোষণায় কার্যত আর কোনও বাধা রইল না কমিশনের। তবে প্রধান বিচারপতি এই মামলার পর্যবেক্ষণে বলেন, 'শুধু ওবিসি সম্প্রদায়ভুক্তদের গণনার যে সিদ্ধান্ত রাজ্য সরকার নিয়েছিল, তা গ্রহণযোগ্য নয়। আলাদা আলাদা সসম্প্রদায়ের জন্য আলাদা আলাদা নিয়ম থাকতে পারে না।'