Advertisment

'মমতা তোর বাপকে বেতন দেয়?', যাদবপুরে পুলিশকে গালিগালাজ শুভেন্দুর

সঙ্গে ছিলেন বিজেপি যুবমোর্চার রাজ্য সভাপতি ডা. ইন্দ্রনীল খাঁ।

author-image
IE Bangla Web Desk
New Update
Suvendu in Jadavpur 1

বচসার মধ্যেই মেজাজ হারান রাজ্যের বিরোধী দলনেতা।

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্র মৃত্যুর ঘটনায় প্রতিবাদ জানাতে গিয়ে পুলিশের সঙ্গে বচসায় জড়িয়ে পড়লেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুধু বচসায় জড়িয়ে পড়াই নয়। মেজাজ হারিয়ে পুলিশকর্মীকে রীতিমতো গালিগালাজও করলেন রাজ্যের বিরোধী দলনেতা। ওখানকার পুলিশ অফিসার শুভেন্দু অধিকারীর কথাকে গুরুত্ব না-দিয়ে রীতিমতো তাঁকে আইনিভাবে চ্যালেঞ্জ করেন। তারপরই মেজাজ হারান রাজ্যের বিরোধী দলনেতা। তিনি বলেন, 'মমতা তোর বাপকে বেতন দেয়?'

Advertisment
publive-image

ঘটনার সূত্রপাত যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের কাছেই। বিভিন্ন ছাত্র সংগঠন যাদবপুরে ছাত্র মৃত্যুর ঘটনায় ক্যাম্পাসের বাইরে কাছাকাছি এলাকায় বিক্ষোভ দেখাচ্ছে। সেই সময়ই পুলিশের সঙ্গে বচসায় জড়িয়ে পড়তে দেখা যায় রাজ্যের বিরোধী দলনেতাকে। যাদবপুরের ৮বি বাসস্ট্যান্ডের কাছে ছাত্রমৃত্যুর ঘটনায় প্রতিবাদে শামিল হয়েছে বিজেপির যুব মোর্চা। সেখানে উপস্থিত ছিলেন বিজেপি যুবমোর্চার রাজ্য সভাপতি ডা. ইন্দ্রনীল খাঁ। বৃহস্পতিবার শুভেন্দু অধিকারীও সেই বিক্ষোভে যোগ দিয়েছিলেন।

ঘটনাস্থলে এক সাদা পোশাকের পুলিশকর্মীকে দেখা যায় ইন্দ্রনীল খাঁ ও শুভেন্দু অধিকারীর সঙ্গে কথা বলতে। ওই পুলিশকর্মী ইন্দ্রনীল খাঁকে বিজেপির কর্মসূচি নিয়ে প্রশ্ন করেন। কাছেই অন্য সংগঠন (টিএমসিপি) বিক্ষোভ দেখাচ্ছে। বিজেপির কর্মসূচির জন্য তাদের অসুবিধা হবে, কার্যত এমনটাই ইঙ্গিত করতে শোনা যায় ওই পুলিশকর্মীকে।

এরপরই পালটা অন্য সংগঠনকে দেখিয়ে ওই পুলিশকর্মীকে প্রশ্ন করেন শুভেন্দু অধিকারী, 'ওরা ছিল কালকে?' ওই পুলিশকর্মী জবাবে বলেন, 'ওরা ছিল, ইয়েস।' শুভেন্দু পালটা বলেন, 'ওরা ছিল কালকে? ডেকে এনে বসিয়েছেন।' পালটা ওই পুলিশকর্মী বলেন, 'ডেকে এনে বসাইনি।' পালটা শুভেন্দু বলেন, 'ডেকে এনে বসিয়েছেন।' ওই পুলিশকর্মী বলেন, 'ওটা আপনার মনে হচ্ছে। আপনি পারমিশন নিন আগে।'

আরও পড়ুন- ইস্টবেঙ্গল কর্তা ডার্বি জয়ের কথা বলতেই কড়া সুর মমতার! নীতু-কে কী বললেন?

সেই সময় শুভেন্দু তাঁদের মঞ্চের দিকে ডেকে ওই পুলিশকর্মীকে বলেন, 'নেব তো, চলুন না।' পালটা ওই পুলিশকর্মী ঝাঁঝালো গলায় বলেন, 'বলুন না, কী বলবেন।' তখনই উত্তেজিত শুভেন্দুকে বলতে শোনা যায়, 'বিরাট মস্তান! মমতা পুলিশ! অ্যাঁ-বিরাট মস্তান হয়ে গিয়েছে। অ্যাঁ-বিরাট মস্তান। মমতা তোমাকে বেতন দেয়? তোকে মমতা বেতন দেয়? তোর বাপকে বেতন দেয়? মমতা বেতন দেয় তোকে? …(গালাগালি)'।

kolkata police Jadavpur University Suvendu Adhikari
Advertisment