Advertisment

উইকএন্ডে স্বস্তি! শনি-রবিবার রাজ্যের দৈনিক সংক্রমণ ৭০০-এর নীচে

Bengal Covid Update: ইতিমধ্যে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত বেড়েছে রাজ্যের করোনা বিধিনিষেধ। পাল্লা দিয়ে বন্ধ রাখা হয়েছে লোকাল ট্রেন।

author-image
IE Bangla Web Desk
New Update
Coronavirus, Covid Test

কলকাতার একটি স্বাস্থ্যকেন্দ্রে কোভিড টেস্ট চলছে। এক্সপ্রেস ফাইল ফটো- পার্থ পাল

Bengal Covid Update: ইতিমধ্যে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত বেড়েছে রাজ্যের করোনা বিধিনিষেধ। পাল্লা দিয়ে বন্ধ রাখা হয়েছে লোকাল ট্রেন। আগাই দেড় মাসের মধ্যে রাজ্যে উৎসবের মরশুম। এই আবহে স্বস্তি দিয়ে বাংলায় কমল দৈনিক সংক্রমণ এবং মৃত্যু। চলতি সপ্তাহের শেষ দুই দিন, অর্থাৎ শনি এবং রবিবার ৭০০-র নীচে দৈনিক সংক্রমণ নামায় কিছুটা উদ্বেগমুক্ত স্বাস্থ্য দফতর। জানা গিয়েছে, ২৪ ঘণ্টায় রাজ্যে সংক্রমিত ৬৫০ জন, মৃত্যু হয়েছে ৬ জনের।

Advertisment

তবে জেলাভিত্তিক দৈনিক সংক্রমণের নিরিখে প্রথম স্থানে উত্তর ২৪ পরগনা, দ্বিতীয় কলকাতা। তারপর দক্ষিণ ২৪ পরগনা, নদিয়া, হুগলী। স্বাস্থ্য দফতরের বুলেটিন মোতাবেক, রাজ্যে এখন সংক্রমণের হার ১.৬১ শতাংশ। গত ২৪ ঘণ্টায় রাজ্যে টিকা পেয়েছেন ৫ লক্ষাধিক। সক্রিয় সংক্রমণ ১০ হাজারের নীচে। এদিকে, পরিসংখ্যানের নিরিখে করোনা সংক্রমণে গত কয়েকদিনের প্রবণতার উল্টো ছবি উঠে এল গত ২৪ ঘন্টায়। সামান্য কমল সংক্রমণ ও মৃতের সংখ্যা। স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুসারে, শনিবার দেশে দৈনিক কোভিড সংক্রমিতের সংখ্যা ৪৫ হাজার ৮৩ জন। যা গত দিনের তুলনায় প্রায় দেড় হাজার কম। কমেছে দৈনিক মৃত্যুও। করোনাকে হারিয়ে শনিবার সুস্থতার হার ৩৫ হাজার ৮৪০ জন। তবে বেড়েছে সক্রিয় রোগীর সংখ্যা। গত ২৪ ঘন্টায় মারণ ভাইরাসে প্রাণ হারিয়েছেন ৪৬০ জন।

এখনও পর্যন্ত দেশে মোট কোভিড আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৩ কোটি ২৬ লক্ষ ৯৫ হাজার ৩০। পরিসংখ্যান অনুযায়ী দেশে মোট করোনা মুক্তের সংখ্যা ৩ কোটি ১৮ লক্ষ ৮৮ হাজার ৬৪২ জন। সুস্থতার হাক প্রায় ৯৭.৫৩ শতাংশ। তবে চিন্তা বাড়িয়েছে অ্যাকটিভ কেসের সংখ্যা বৃদ্ধি। বর্তমানে ভারতে সক্রিয় রোগীর সংখ্যা ৩ লক্ষ ৬৮ হাজার ৫৫৮ জন।

কেন্দ্রীয় পরিসংখ্যান অনুযায়ী এখনও পর্যন্ত ৬৩ কোটিরও বেশি দেশবাসীর টিকাকরণ হয়েছে।এর মধ্যে শনিবার ৭৩ হাজার মানুষকে টিকা দেওয়া হয়েছে। আইসিএমআর-এর রিপোর্ট অনুসারে, গত ২৪ ঘন্টায় ১৭ লক্ষ ৫৫ হাজার ৩২৭ টি নমুনা পরীক্ষা হয়েছে।

 ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন  টেলিগ্রামে, পড়তে থাকুন

Corona Bengal Daily Cases Local Train Nabanna
Advertisment