/indian-express-bangla/media/media_files/2025/04/05/5JmOKf10AlZkG4NwRzwG.jpg)
অশান্ত বাংলাদেশে নারকীয় ঘটনা। বিকৃত করা হয়েছে বরি ঠাকুরের ম্যুরাল Photograph: (প্রথম আলো )
Rabindranath Tagore: বাংলাদেশে ঘটে গেল চরম লজ্জার ঘটনা। হাসিনা সরকারের পতনের পর থেকে লাগাতার হিন্দু বিদ্বেষ ছড়িয়ে পড়েছে পদ্মাপাড়ে। ভাংচুর, অগ্নিসংযোগের মত ঘটনা থেকে রেহাই পায়নি হিন্দু মন্দির, দেব-দেবীর মূর্তি। এবার ইউনূসের বাংলাদেশে বিশ্বকবিকে চরম অপমান। যার জেরে গর্জে উঠেছে তামাম বিশ্বের মানুষ।
অশান্ত বাংলাদেশে নারকীয় ঘটনা। বিকৃত করা হয়েছে রবি ঠাকুরের ম্যুরাল, নামের বানান। কালিমালিপ্ত রবি ঠাকুরের ছবিটি ছড়িয়ে পড়তেই বিশ্বজুড়ে নিন্দার ঝড় উঠেছে। ঘটনার জেরে চরম অস্বস্তিতে ইউনূস সরকার। ড্যামেজ কন্ট্রোলে তড়িঘড়ি ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের আশ্বাস দেওয়া হয়েছে স্থানীয় প্রশাসনের তরফে। জানানো হয়েছে অপরাধীদের কোন ভাবেই ছাড় দেওয়া হবে না।
বাংলাদেশের কুষ্টিয়ার কুমারখালীতে এই ঘটনা ঘটেছে বলেই জানিয়েছে বাংলাদেশের সংবাদ পত্র প্রথম আলো। সংবাদ পত্রের প্রতিবেদন অনুসারে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ম্যুরালে কালো রঙের প্রলেপ লাগিয়ে দেওয়ার ঘটনা ঘটেছে। ওই ম্যুরালের নিচে লেখা নামও বিকৃত করা হয়েছে। রবি ঠাকুরের এমন ছবি ফেসবুকে ছড়িয়ে পড়তেই হুলস্থূল পড়ে যায়।
বাংলাদেশ-চিন সখ্যতার মাঝেই শ্রীলঙ্কা সফরে প্রধানমন্ত্রী, 'মোদীর মাস্টারপ্ল্যানে' হতবাক তামাম বিশ্ব
বিষয়টি নজরে আসতেই কালি মুছে দিয়েছে কুমারখালী প্রশাসন। পাশাপাশি পুলিশ প্রশাসনের তরফে বলা হয়েছে ‘ঈদের ছুটির মধ্যে কেউ বা কারা এই ঘটনা ঘটিয়েছে। বিষয়টি নজরে আসতেই কালি মুছে দেওয়া হয়েছে।’ বিষয়টি নজরে আসতেই প্রতিবাদের ঝড় উঠতে শুরু করে পদ্মাপাড়ে। পরে তা আছড়ে পড়ে বিশ্বের প্রতিটি প্রান্তে। কুমারখালীর বাসিন্দা কয়েকজন কবি-সাহিত্যিক ঘটনার বর্বরতায় কার্যত হতবাক।