করোনাভাইরাসের দাপটে ঘরবন্দি হয়েছে গোটা দেশ। বাতিল হয়েছে ট্রেন, বিমান এবং অন্যান্য যানবাহনের সমস্ত পরিষেবা। চৈত্রের এমন আবহাওয়ায় বাতিল হয়েছে ভ্রমণপিপাসু বাঙালির সমস্ত ঘুরতে যাওয়ার প্ল্যান। টিকিট, হোটেল, গাড়ি সব বাতিল করে আপাতত ঘরবন্দি রাজ্যবাসী। এবার সেই দু:খে প্রলেপ দিতে দার্জিলিং সফরের এক দারুণ ব্যবস্থা করতে চলেছে হিমালয়ান মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউট।
তবে এই সুযোগ পেতে হলে লকডাউনের বাজারে কোনওভাবেই ঘর থেকে বেরনো যাবে না। তবেই সম্পূর্ণ বিনামূল্যে শৈলশহরে ছুটি কাটানোর সুযোগ পাবেন আপনি। কোভিড-১৯ ভাইরাস প্রতিরোধে সরকারের সচেতনার যে উদ্যোগ তাকে সাহায্য করতেই এমন সিদ্ধান্ত নিয়েছে এই সংস্থাটি। এমনকী আয়োজন করা হয়েছে একটি প্রতিযোগিতার। নাম দেওয়া হয়েছে- "২১ দিনের বিগ বস ইন্ডোর চ্যালেঞ্জ-ফাইট এগেনেস্ট কোভিড-১৯"।
আরও পড়ুন: করোনা নিয়ে ভুয়ো খবর ছড়িয়ে গ্রেফতার আরও এক
সংস্থাটির অধ্যক্ষ জয় কিষাণ জানিয়েছেন, "গোটা জাতি কোভিড-১৯ এর ছড়িয়ে পড়ার বিরুদ্ধে লড়াই করছে এবং ঘরবন্দী রয়েছে। এটা আমাদের বিনীত উদ্যোগ যে এই ইভেন্টের মাধ্যমে আমরা সকলকে লকডাউনের সময়ে বাড়িতে থাকার পাশাপাশি তাঁদেরকে এই সময়ে উৎসাহিত করতে চাইছি। যে কেউ তাঁর বাড়ির ভিডিওগুলি আমাদের ফেসবুক পেজে শেয়ার করতে পারেন। কেউ যোগব্যায়াম, শারীরিক ফিটনেস ভিডিও বা যে কোনও কিছুতে যুক্ত থাকলে সেই ভিডিও আমাদেরকে পাঠাতে পারেন। এছাড়াও প্রবন্ধ এবং আর্টিকালও লিখে পাঠাতে পারেন।"
আরও পড়ুন: দেশে জরুরি অবস্থা জারির গুজব ওড়াল ভারতীয় সেনা
এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবেন সকলেই। যারা অংশ নিতে ইচ্ছুক তাঁরা ব্যক্তিদের বিবরণ এবং যোগাযোগের তথ্যের পাশাপাশি ২৮ মার্চ থেকে ১৪ এপ্রিল পর্যন্ত প্রতিদিন তাঁদের ভিডিও এবং ছবি আপলোড করতে পারবেন। ঠিক কী কী করতে হবে? সংস্থার তরফে জানান হয়েছে “যে ব্যক্তি সেরা ভিডিও বা ছবি আপলোড করবেন তিনি এইচএমআই, দার্জিলিং-এ চার দিন এবং পাঁচ রাত থাকার সুযোগ পাবেন। দ্বিতীয় পুরস্কার বাবদ এইচএমআইতে দুই দিন রাত এবং তিন রাত থাকার সুযোগ রয়েছে। তৃতীয় হিসাবে বিবেচিত ব্যক্তি এইচএমআই ট্র্যাকসুট জিতবেন। সমস্ত অংশগ্রহণকারীদের এইচএমআই থেকে শংসাপত্র দেওয়া হবে।”
Read the full story in English