ঝালাপালা গরম। নাজেহাল মানুষ। দহনজ্বালা জুড়োতে এসি-র ঠান্ডাই ভরসা। দেদের বিকোচ্ছে এয়ারকন্ডিশন মেশিন। কিন্তু সাময়িক আরামেই বড় বিপদের আশঙ্কা। আপনার শরীর ক্রমশ হয়ে উঠছে রোগের বাসা। কুল-কুল থাকার পালা এভাবে বেশিদিন চললে অচিরেই কী প্রভাব পড়ছে আপনার শরীরে জানেন?
এসি-র একাধিক খারাপ দিক-
১) রাস্তায় প্রখর রোদ। সেখানেই কাটিয়ে ক্লান্ত আপনি। রোদে প্রচুর ঘোরাঘুরিপর ঘেমে-নেয়ে একসা আপনি। প্রয়োজনে বা গরম থেকে মুক্তি পেতে এসি ঘরে গিয়ে ঢুকলেন আপনি। সেসময় আপনার শরীরের তাপমাত্রা একরম ছিল, সঙ্গে ঘাম। এসি ঘরে প্রবেশের পরই হঠাৎ করে আপনার শরীরের তাপমাত্র কমে গেল। বিশেষজ্ঞদের মতে, এর প্রভাব সরাসরি গিয়ে পড়ছে আপনার হৃদপিণ্ডে। ফলে হৃদরোগ হওয়ার সম্ভাবনা রয়েছে।
২) সারাক্ষণ এসিতে থাকলে ত্বক শুষ্ক হয়ে যাওয়ার আশঙ্কা থাকে বলে মত বিশেষজ্ঞদের। তাঁদের মতে, ত্বকের বিভিন্ন অসুখও হতে পারে এর ফলে। হতে পারে ড্রাই আইজ-এর সমস্যা।
৩) এসি-তে থাকার কারণে শ্বাস প্রশ্বাসের সমস্যা হতে পারে বলেও জানাচ্ছেন বিশেষজ্ঞরা। হাঁপানি কিংবা আরও নানা শ্বাস প্রশ্বাস জনিত সমস্যা হতে পারে।
আরও পড়ুন- গরমে বেহাল এসি! গ্যাস লিক নয়তো? রইল ঘরে বসেই পরীক্ষার উপায়
৪) বিশেষজ্ঞদের মতে এবং সমীক্ষায় দেখা গিয়েছে, এসি-তে বেশিরভাগ সময় থাকা মানুষরা মাথা যন্ত্রণা এবং অবসাদে বেশি ভোগেন। মাইগ্রেনের সমস্যা বাড়তে পারে।
৫) চোখের সমস্যা বেড়ে যেতে পারে এসি-তে থাকার ফলে। ক্ষতিকর প্রভাব পড়তে পারে দৃষ্টিশক্তিতেও।
৬) স্নায়ুর সমস্যা, আর্থরাইটিস, রক্তচাপের সমস্যা বাড়িয়ে দেয় এসি। বাড়তে পারে ব্যাক পেন-এর সমস্যা।
আরও পড়ুন- প্রকৃতির কোলে এযেন স্বর্গসুখ! পাহাড় ঢালের সবুজে সবুজ এগ্রামে বাঁধা পড়ে মন!