Advertisment

হঠাৎ হানায় চোখ কপালে পুলিশের! বিরাট অশান্তির ছক? পিছনে মদতদাতা কারা?

পঞ্চায়েত ভোটের ঠিক আগে বড়সড় সাফল্য এসটিএফ-এর।

IE Bangla Web Desk এবং Nilotpal Sil
New Update
stf arrested 2 person belonging with illegeal arms

প্রতীকী ছবি।

পঞ্চায়েত নির্বাচনের মুখে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র এবং কার্তুজ উদ্দার। দুই দুষ্কৃতীকেও গ্রেফতার করেছে রাজ্য পুলিশের এসটিএফ। শনিবার গভীর রাতে মালদহের রতুয়া থানার জাননগর এলাকায় অভিযান চালিয়ে বেআইনি আগ্নেয়াস্ত্র সহ ওই দুই দুষ্কৃতীকে গ্রেফতার করেছে এসটিএফ।

Advertisment

ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে চারটি পাইপগান এবং ২৫ রাউন্ড কার্তুজ। পঞ্চায়েত নির্বাচনের আগে ধৃতরা বেআইনি এই আগ্নেয়াস্ত্র এবং কার্তুজ পাচারের পরিকল্পনা নিয়েই এসেছিল বলে প্রাথমিক তদন্তে জানতে পেরেছেন তদন্তকারীরা।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত দু'জনের নাম লুৎফর রহমান এবং মহম্মদ শরিফ। লুৎফরের বাড়ি মালদহের রতুয়ায়, শরিফের বাড়ি উত্তর দিনাজপুরের গোয়ালপুকুর এলাকায়। শনিবার গোপন সূত্রে খবর পেয়ে এসটিএফ হানা দিয়ে হাতেনাতে তাদের ধরে ফেলে।

publive-image
ধৃত দুই দুষ্কৃতী। ছবি: মধুমিতা দে।

আরও পড়ুন- ‘বাবার অনুপ্রেরণায় অসৎ পথে মেয়ে?’, সায়নীকে ‘তুখোড় বাণে’ বিঁধলেন অনুপম

এদিকে পঞ্চায়েত নির্বাচনের মুখে রাজ্য এসটিএফের এই আগ্নেয়াস্ত্র উদ্ধারকে একটা বড় সাফল্য বলে মনে করেছে জেলা তৃণমূল নেতৃত্ব। দলের জেলার সহ-সভাপতি বাবলা সরকার বলেন, 'নির্বাচন অবাধ এবং সুষ্ঠুভাবে পরিচালনার ক্ষেত্রে প্রশাসন পুলিশ এবং প্রশাসন খুব ভালো কাজ করছে। এসব ঘটনার পিছনে বিরোধী দলের মদত রয়েছে।'

এদিকে এই অভিযোগের পরিপ্রেক্ষিতে পাল্টা তৃণমূলকে এক হাত নিয়েছেন বিজেপির দক্ষিণ মালদহ সাধারণ সম্পাদক অম্লান ভাদুড়ী। তিনি বলেন, 'পঞ্চায়েত নির্বাচনে সন্ত্রাস ছড়াতেই তৃণমূলের মদতেই এই বেআইনি অস্ত্র মালদহে ঢুকছে।' কংগ্রেসের জেলা কার্যকরী সভাপতি কালি সাধন রায় জানিয়েছেন, পঞ্চায়েত নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করার ক্ষেত্রে তাঁরাও পুলিশ প্রশাসন এবং নির্বাচন কমিশনের কাছে কঠোর নিরাপত্তা ও নজরদারি চালানোর ব্যাপারেও আবেদন জানিয়েছেন।

panchayat election 2023 Arrest Maldah West Bengal
Advertisment