Advertisment

পাথর ব্যবসায়ীকে গুলি করে খুন! ব্যাপক চাঞ্চল্য কেষ্টর বীরভূমে

ব্যবসায়ীর পেটে একটি ও ঘাড়ে দু’টি গুলির চিহ্ন আছে।

IE Bangla Web Desk এবং Subhamay Mandal
New Update
Gun Violence

প্রতীকী ছবি

গুলিবিদ্ধ অবস্থায় পাথর ব্যবসায়ীকে উদ্ধার করল তাঁর পরিবারের সদস্যরা। ঘটনাটি ঘটেছে মহম্মদবাজার থানার সেরেন্ডা গ্রামে। তাপস দাস (৩৩) নামে ওই ব্যবসায়ীকে সিউড়ি সদর হাসপাতালে নিয়ে এলে সেখানে তাঁর মৃত্যু হয়।

Advertisment

ব্যবসায়ীর পেটে একটি ও ঘাড়ে দু’টি গুলির চিহ্ন আছে। মৃত ব্যবসায়ীর ভাই রাজু দাস দাবি করেন, “দাদার কোনও শত্রু ছিল না। কেন খুন করা হল বুঝতে পারছি না। তবে এর পিছনে কোনও রাজনৈতিক ষড়যন্ত্র নেই।” জেলা পুলিশ সুপার রাজনারায়ণ মুখোপাধ্যায় বলেন, “জমি সংক্রান্ত একটি বিবাদ থেকে এই ঘটনা ঘটতে পারে। পুলিশ তার তদন্তে নেমেছে।”

মহম্মদবাজারের কেন্দ্রসরাল গ্রামের বাসিন্দা তাপস দাস। গ্রামেই তাঁর হার্ডওয়্যারের ব্যবসা ছিল। পরিশ্রম করে গত কয়েক বছরে পাথর খাদান, জীবন বিমার এজেন্ট হিসাবে ফুলে ফেঁপে উঠেছিল।

আরও পড়ুন বাঙালি ছাত্রীর রহস্যমৃত্যুতে খুনের মামলা দায়ের কলকাতা পুলিশের, ভাইজাগ যেতে পারেন তদন্তকারীরা

সোমবার সন্ধ্যা সাতটা নাগাদ প্রতিদিনের মতো দোকান থেকে নিজের বাইকে চেপে বাড়ি ফিরছিল। সেরেন্ডা গ্রামের কাছে আকটি বটতলার পাশে তাঁকে পড়ে থাকতে দেখে তাঁর বাড়িতে খবর দেয় এক গ্রামবাসী।

Birbhum West Bengal Police
Advertisment