Advertisment

Strict surveillance on India-Bangladesh water border: আচমকা ভারত-বাংলাদেশ জল সীমান্তে দুর্ধর্ষ নজরদারি! অচেনা ট্রলার দেখলেই খবর দিতে নির্দেশ

Bangladesh Latest News: বৃহস্পতিবারই বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নিয়েছেন মহম্মদ ইউনুস। কয়েক সপ্তাহের তীব্র ছাত্র বিক্ষোভের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ এবং দেশ থেকে পালিয়ে যাওয়ার পর বাংলাদেশের নয়া সরকারের দায়িত্ব নিয়েছেন গ্রামীণ ব্যাঙ্কের প্রতিষ্ঠাতা। নতুন সরকার দায়িত্ব নেওয়ার পরেও বাংলাদেশে অশান্তির পরিবেশ এখনও বহাল।

author-image
IE Bangla Web Desk
New Update
Strict surveillance on India-Bangladesh water border, ভারত-বাংলাদেশ জল সীমান্ত

India-Bangladesh water border: ভারত-বাংলাদেশ জল সীমান্ত।

Strict surveillance on India-Bangladesh water border: বাংলাদেশের অশান্ত পরিস্থিতির সুযোগ নিয়ে আন্তর্জাতিক জল সীমান্ত দিয়ে কোনওভাবে যাতে অনুপ্রবেশ না ঘটতে পারে সেব্যাপারে সতর্ক উপকূল রক্ষী বাহিনী ও পুলিশ প্রশাসন। ভারত-বাংলাদেশ জল সীমান্তে নজরদারি তো রয়েছেই, এবার সেই একই কাজ শুরু করে দিল মৎস্যজীবীদের সংগঠনও।

Advertisment

শেখ হাসিনা সরকারের পতনের পরেও হিংসার আগুনে উত্তাল বাংলাদেশ। ওপার বাংলার দিকে দিকে এখনও হামলা, মারধর, অগ্নিসংযোগ, ভাঙচুরের ঘটনা ঘটেই চলেছে। বাংলাদেশের দিকে দিকে সংখ্যালঘু হিন্দুদের উপর অত্যাচারের অভিযোগ সামনে আসছে।

ঠিক এই পরিস্থিতিতে এবার ভারত-বাংলাদেশ স্থল সীমান্তে কড়া নজরদারি চালাচ্ছে সীমান্ত রক্ষী বাহিনী। স্থলভাগে সীমানায় কাঁটাতার থাকলেও জল সীমানায় তার উপায় নেই। সেই কারণেই এবার দক্ষিণ ২৪ পরগনার ভারত-বাংলাদেশ জল সীমান্তে নজরদারি আরও বাড়িয়েছে উপকূল রক্ষী বাহিনী।

আরও পড়ুন- Mamata On Bangladesh interim government: পড়শি দেশে অন্তর্বর্তী সরকারের শপথ, মহম্মদ ইউনুসকে কী বার্তা মমতার?

আরও পড়ুন- Train Derailed in West Bengal: ভয়াবহ দুর্ঘটনা! লাইনচ্যুত পাঁচটি বগি, আতঙ্কে তোলপাড় মালদা

বঙ্গোপসাগরে এই মুহূর্তে মাছ ধরার প্রচুর ট্রলার রয়েছে। সেই ট্রলারগুলিতে থাকা মৎস্যজীবীদের সতর্ক করে দিয়েছে মৎস্যজীবীদের সংগঠনও। তাঁদের সতর্ক করা হয়েছে। বাংলাদেশ সীমান্তের কাছাকাছি ভারতীয় কোনও ট্রলার যাতে না পৌঁছোয় সে ব্যাপারে সতর্ক থাকতে বলা হয়েছে। জল সীমান্তে কোনও অচেনা মানুষ কিংবা ট্রলার দেখলেই উপকূল রক্ষী বাহিনীকে দ্রুত খবর দিতে বলা হয়েছে মৎস্যজীবীদের।

India-Bangladesh Border West Bengal Bangladesh
Advertisment