Student died in Road accident in newtown: অ্যাপ বাইক চালকের দুরন্ত গতি কেড়ে নিল তরতাজা এক তরুণীর প্রাণ। গতকাল সন্ধায় নিউ টাউনে দাঁড়িয়ে থাকা এক ট্যাক্সিতে ধাক্কা মারে বেপোরোয়া গতির একটি বাইক। বাইকের পিছনে বসা মেয়েটি ছিটকে পড়ে যান। আহত হন বাইকের চালক। তাদের ২ জনকেই উদ্ধার করে চিনার পার্কের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই মৃত্যু হয় ওই তরুণীর।
নিউটাউনে গতির বলি হুগলির তরুণী। জানা গিয়েছে মৃত তরুণীর নাম ত্রিয়সী পাল। তিনি চুঁচুড়া- কোদালিয়া-১ গ্রাম পঞ্চায়েতের পল্লিশ্রীর এলাকার বাসিন্দা। নিউটাউনের একটি প্রতিষ্ঠান থেকে চলা সামার ইন্টার্নশিপ শেষ করে বাড়ি ফেরার পথেই ঘটে যায় এই মর্মান্তিক দুর্ঘটনা। পুলিশ নো পার্কিং জোনে দাঁড়িয়ে থাকা ট্যাক্সিটিকে আটক করেছে।
সাংবাদিকতার ছাত্রীর এভাবে অকাল মৃত্যু মানতে পারছেন না পরিজন থেকে পরিবারের সদস্যরা। মৃত তরুণীর পরিবার সূত্রে জানা গিয়েছে, সাংবাদিকতায় এম.এ শেষ করে নিউটাউনে এক প্রতিষ্ঠানে সামার ইন্টার্নশিপ করছিলেন তিনি। জানা গিয়েছে র্যাপিডো বাইক নিয়ে সন্ধ্যায় বাড়ি ফেরার পথে ইকো-পার্কের কাছে ঘটে যায় ভয়াবহ দুর্ঘটনা।
আরও পড়ুন : < Motivational News: নতুন সুযোগে বদলেছে জীবনের মানে, ‘ব্রাত্য’দের নিয়েই গড়ে উঠেছে এই ‘স্পেশ্যাল’ ক্যাফে >
মৃত তরুণীর মা সংবাদ মাধ্যমে জানিয়েছেন ‘‘র্যাপিডো বাইক ভাড়া করে নিউ টাউনের দিকে যাচ্ছিল মেয়ে। সেখানেই ঘটে যায় মর্মান্তিক দুর্ঘটনা"। শান্ত প্রাণোচ্ছল মেয়ের এভাবে মৃত্যুর খবরে শোকস্তব্ধ গোটা এলাকা।