Suspicious Death: ঝমঝমিয়ে বৃষ্টির মধ্যে কবর খুঁড়ে তোলা হল ছাত্রীর মরদেহ, কারণ জানলে চমকে যাবেন!

Student Body exhumed: এই ঘটনাকে কেন্দ্র করে তুমুল চাঞ্চল্য ছড়িয়ে পড়েছিল ওই এলাকায়।

Student Body exhumed: এই ঘটনাকে কেন্দ্র করে তুমুল চাঞ্চল্য ছড়িয়ে পড়েছিল ওই এলাকায়।

author-image
Mina Mondal
New Update
Student body exhumed,Sent for autopsy,Usthi,South 24 Parganas,Grave,Post-mortem examination,Police investigation,Suspicious death,Forensic team,Crime সিন,ছাত্রীর মৃতদেহ উত্তোলন,ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে,উস্তি,দক্ষিণ ২৪ পরগনা,কবর,ময়নাতদন্ত,পুলিশি তদন্ত,সন্দেহজনক মৃত্যু,ফরেনসিক দল,অপরাধস্থল

Suspicious Death: কবর খুঁড়ে তোলা হচ্ছে ছাত্রীর মরদেহ।

দশম শ্রেণীর এক ছাত্রীর রহস্যজনক মৃত্যুকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়ালো দক্ষিণ ২৪ পরগনার উস্তি থানার উত্তর কুসুম তালপুকুর এলাকায়। ঘটনায় সন্দেহ দানা বাঁধছে এলাকাবাসী ও প্রশাসনের মধ্যে।

Advertisment

জানা গিয়েছে, গত শনিবার উত্তর কুসুম তালপুকুর এলাকায় ওই নাবালিকা ছাত্রীর মৃত্যু হয়। অভিযোগ, পরিবারের পক্ষ থেকে কোনওরকম লিখিত তথ্য ছাড়াই চুপিসারে মৃতদেহ কবরস্থ করা হয়। বিষয়টি জানতে পেরে পুলিশ তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছে কবর খুঁড়ে দেহ উত্তোলন করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে ডায়মন্ড হারবার পুলিশ মর্গে।

স্থানীয় সূত্রে খবর, মৃত ছাত্রী এলাকার এক নাবালক ছেলের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়ে এবং একসময় বাড়ি ছেড়ে বেরিয়ে যায়। পরে পরিবারের লোকজন তাঁকে খুঁজে এনে বাড়িতে ফিরিয়ে আনে। কিন্তু এরপরই রহস্যজনকভাবে মৃত্যু হয় ওই ছাত্রীর। তারপরই রাতারাতি তাঁর কবর দেওয়া হয় বলে অভিযোগ।

Advertisment

এই ঘটনায় প্রশ্ন উঠছে—ছাত্রীর মৃত্যু কি আত্মহত্যা, না কি এর পেছনে রয়েছে কোনও খুনের চক্রান্ত? পুলিশ ইতিমধ্যেই ছাত্রীর পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদ শুরু করেছে।

পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, “ময়নাতদন্তের রিপোর্ট না আসা পর্যন্ত মৃত্যুর প্রকৃত কারণ স্পষ্ট বলা সম্ভব নয়। তবে যেভাবে ঘটনা ঘটেছে, তা খতিয়ে দেখা হচ্ছে।”

South 24 Pgs Bengali News Today Student Death