সারদাকাণ্ডে সিবিআই-এর তলবে সাড়া দিয়ে শুক্রবারই সিজিও কমপ্লেক্স হাজির হলেন চিত্রকর শুভাপ্রসন্ন। এদিন তাঁকে প্রায় ঘণ্টা চারেক জিজ্ঞাসাবাদ করে সিবিআই। অন্যদিকে, এদিনই জমি কেনা-বেচা সম্পর্কিত বিষয়ে রোজভ্যালিকাণ্ডে অভিযুক্ত তথা লোকসভা নির্বাচনে তমলুকের কংগ্রেস প্রার্থী লক্ষ্মণ শেঠকে জিজ্ঞাসাবাদ করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)।
লোকসভা নির্বাচন মিটতেই ফের চিটফান্ডকাণ্ডে তদন্তের গতি বাড়িয়ে দিয়েছে দুই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাই। একদিকে, বিভিন্ন বেআইনি অর্থলগ্নী সংস্থায় তল্লাশি চালাচ্ছে তদন্তকারীরা। পাশাপাশি, অভিযুক্তদের তলব করে চলছে জিজ্ঞাসাবাদ। সূত্রের খবর, এদিন লোকসানে চলা টিভি চ্যানেল নিয়েই জানতে চাওয়া হয়েছে শুভাপ্রসন্নকে। কেন লোকসানে চলা ওই চ্য়ানেলে অর্থ ঢেলেছিলেন সারদা-কর্তা, সেই বিষয়ে সংশয় দূর করতেই মূল জিজ্ঞাসাবাদ করা হয়। জানা গিয়েছে, শুধু তাই নয় শুভাপ্রসন্নর 'আর্টস একরে' কে কে অর্থ লগ্নী করেছিল তাও জানতে চায় তদন্তকারীরা। সিবিআই মনে করেছে, এখানে বিপুল পরিমান টাকা ঢালা হয়েছিল। সেই টাকা কোথা থেকে এসেছে, জানা খুবই জরুরি বলে মনে করা হচ্ছে। একই সঙ্গে সুদীপ্ত সেন যে ছবি কিনেছিলেন কোটি কোটি টাকা খরচ করে সে বিষয়টাও উঠে আসে জিজ্ঞাসাবাদে।
এদিন ইডি তলব করেছিল একসময়ের পূর্বমেদিনীপুরে দোর্দন্ডপ্রতাপ সিপিএম নেতা লক্ষ্মণ শেঠকে। মাঝে পদ্মশিবির ঘুরে এখন তিনি কংগ্রেসে। ইডি সূত্রের খবর, রোজভ্যালির সঙ্গে জমি কেলেঙ্কারিতে তিনি অভিযুক্ত। বাম জমানায় জমি কেলেঙ্কারিতে যুক্ত থাকার অভিযোগ তাঁর বিরুদ্ধে। এ সংক্রান্ত লেনদেনে যুক্ত ছিল রোজভ্যালি সংস্থার নামও, এমনটাই খবর। এ বিষয় জানার চেষ্টা করেন ইডির তদন্তকারীরা।