শর্তসাপেক্ষে গঙ্গাসাগর মেলার অনুমতি দেওয়ার পরেও চূড়ান্ত রায় স্থগিত রেখেছে কলকাতা হাইকোর্ট। এবার মেলার নজরদারিতে নয়া কমিটি তৈরি হল। রাজ্য সরকারের আবেদনে সাড়া দিয়ে সেই কমিটিতে রাখা হয়নি বিরোধী দলনেতাকে।
মঙ্গলবার গঙ্গাসাগর মেলা নিয়ে নতুন নজরদারি কমিটি গড়া হয়েছে। দুই সদস্যের নয়া কমিটিতে নেই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কমিটিতে রাখা হয়েছে অবসরপ্রাপ্ত বিচারপতি সমাপ্তি চট্টোপাধ্যায়কে। কমিটিতে রয়েছেন লিগাল সার্ভিস এইডের সদস্য সচিব রাজু মুখোপাধ্যায়।
করোনাকালে নিয়ন্ত্রিত ভিড় নিয়ে শর্তসাপেক্ষে এবারের সাগরমেলার অনুমতি দিয়েছিল কলকাতা হাইকোর্ট। তবে সব বিধি মেনে মেলা হচ্ছে কিনা তা দেখতে তিন সদস্যের একটি কমিটি তৈরি করতে বলা হয়েছিল রাজ্যকে। সেই কমিটিতে রাজ্যের বিরোধী দলনেতাকে রাখতে নির্দেশ দেওয়া হয়েছিল।
হাইকোর্ট গঙ্গাসাগর মেলা নিয়ে নজরদারি কমিটি তৈরির কথা রাজ্যকে বললেও এতদিন সেই কমিটি তৈরির কাজ এগোয়নি। সংশ্লিষ্ট মহল সূত্রে জানা গিয়েছে, মূলত শুভেন্দু অধিকারীর নাম নিয়েই আপত্তি ছিল রাজ্য সরকারের। শেষমেশ রাজ্যের এই মনোভাবের পরেই সাগরমেলার নজরদারিতে নয়া কমিটি তৈরি হল। রাজ্যের আবেদনে সাড়া দিয়েই সেই কমিটিতে বিরোধী দলনেতাকে রাখা হয়নি।
আরও পড়ুন- কড়াকড়িতে সংক্রমণ-গ্রাফ নিম্নমুখী, কেন্দ্রের চিন্তা বাড়াচ্ছে পাঁচ রাজ্য
তবে সাগরমেলা নিয়ে কড়া কিছু নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। নির্দেশ অমান্য করলে মুখ্যসচিব দায়ী থাকবেন বলে জানিয়েছেন প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। এদিন আদালত জানিয়েছে, দুটি টিকার সার্টিফিকেট না থাকলে গঙ্গাসাগলর মেলায় প্রবেশ করা যাবে না।
গোটা সাগরদ্বীপ নোটিফায়েড এলাকা বলে চিহ্নিত করা হয়েছে। সাগরেমলায় যেতে গেলে বাধ্যতামূলক করা হল আরটিপিসিআর টেস্ট। যাত্রার ৭২ ঘণ্টা আগে আরটিপিসিআর রিপোর্ট নেগেটিভ হলে তবেই মেলায় প্রবেশে মিলবে ছাড়পত্র।