ANTI- ENCROACHMENT DRIVE: রেলের তরফে আগেই জারি করা হয়েছিল নোটিস। এবার জারি হাওড়া ডিভিশনের বর্ধমান স্টেশনের ১ থেকে ৭ নম্বর প্ল্যাটফর্মে অবৈধভাবে দখল করা মোট ৩৫টি স্টল তুলে দিল রেল। এই সকল দোকানকে অবৈধ চিহ্নিত করে শনিবার, ১ জুন নোটিস দেওয়া হয় রেলের তরফে। নোটিসে কাজ না হওয়ায় এবার অবৈধ দখলদারি উচ্ছেদ অভিযানে রেল।
রেলের তরফে এক মর্মে জারি করা এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, 'হাওড়া ডিভিশন রেলের পরিকাঠামো এবং যাত্রী স্বাচ্ছন্দ্য বজায় রাখতে বদ্ধপরিকর। বর্ধমান স্টেশনে ১ থেকে ৭ নম্বর প্ল্যাটফর্মে অবৈধভাবে দখল করা ৩৫টি দোকানকে উচ্ছেদ করা হয়েছে। স্টেশন প্রাঙ্গনে পরিষ্কার এবং সুরক্ষিত পরিবেশ বজায় রাখা রেলের দায়িত্ব'।
আরও পড়ুন : < Indian Railways: ট্রেনে কনফার্ম টিকিট আপনার, সিটে অন্য কেউ? সহজ এই কাজেই আসনের দখল নিন >
এ প্রসঙ্গে পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র বলেছেন, ‘ব্যবসা করার জন্য স্টলগুলির কাছে কোন বৈধ লাইসেন্স ছিল না। লাইসেন্স ছাড়াই ফুড স্টলগুলি রমরমিয়ে চলছে বর্ধমান স্টেশনে। তদন্তে জানা গিয়েছে আইআরসিটিসি-র লোগো ব্যবহার করে বিভিন্ন প্ল্যাটফর্মে ব্যবসা করা হচ্ছে। এমনকী রেলের বিদ্যুৎ ব্যবহার করছে তারা। যার কারণে প্রতি মাসে রেলের কয়েক লক্ষ টাকার ক্ষতি হচ্ছে। পাশাপাশি অমৃত ভারত প্রকল্পে স্টেশনের অনেক পরিবর্তন হবে। তাই অবৈধ ব্যবসায়ীদের স্টেশন চত্ত্বর থেকে তাদের ব্যবসা সরতেই হবে।’