Advertisment

Sudip Banerjee on Tapas Roy: তাপস রায়ের বাড়িতে ইডি, শুনেই সাংসদ সুদীপ বললেন…

Sudeep Banerjee Tapas Roy relation in TMC: পুর নিয়োগ দুর্নীতি মামলায় ইডির স্ক্যানারে বরানগর পুরসভা। নজরে বরানগরের বিধায়ক তাপস রায়ও। এই দুর্নীতিতে সেই তাপসের কোনও যোগ রয়েছে কিনা তা খতিয়ে দেখতে শুক্রবার তৃণমূল বিধায়কের বৌবাজারের বাড়িতে এদিন সাত সকালে পৌঁছয় ইডির অফিসাররা।

author-image
IE Bangla Web Desk
New Update
lok sabha polls 2024 bjp tapas roy criticize tmc sudip banerjee

Tapas Roy-Sudip Banerjee: তাপস রায় ও সুদীপ বন্দ্যোপাধ্যায়।

ED search at Tapas Roy's house: কেটে গিয়েছে ৯ ঘন্টার বেশি। পুরনিয়োগ দুর্নীতি মামলায় বরানগরের তৃণমূল বিধায়ক তাপস রায়ের বৌবাজারের বাড়িতে তল্লাশি চালাচ্ছে ইডি। এরমধ্যেই স্বামী বিবেকানন্দর জন্মদিবসে তাঁর জন্মভিটায় উপস্থিত হয়েছিলেন উত্তর কলকাতার সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়। স্বভাবতই তাপসের বাড়িতে ইডি হানা নিয়ে প্রতিক্রিয়া চাওয়া হয়েছিল তৃণমূল সাংসদের কাছে।

Advertisment

প্রশ্ন শুনেই সুকৌশলে এড়িয়ে যান সুদীপ বন্দ্যোপাধ্যায়। বলেন, 'স্বামী বিবেকানন্দর জন্মদিবসে এই জন্মভিটাতে এসেছি। এই অস্থির সমাজ ব্যবস্থা, অস্থির দেশের পরিস্থিতিতে তাঁর দিকনির্দেশ আমাদের কাছে সব চাইতে গুরুত্বপূর্ণ বিষয়। আমি স্বামী বিবেকানন্দকে প্রণাম জানাতে এসেছি। দলের বিষয়ে সরকারি মুখপাত্ররা বলবেন।'

সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তাপস রায়ের সম্পর্কের সমীকরণ এখন সকলেরই জানা। স্বভাবতই তাপসের বাড়িতে ইডি হানা নিয়ে তৃণমূল সাংসদের মন্তব্য তাৎপর্যবাহী।

আরও পড়ুন- Sandeshkhali Arrest: সন্দেশখালি-কাণ্ডে এই প্রথম গ্রেফতারি, পুলিশের দুরন্ত অ্যাকশনে জালে ২

সুদীপ-তাপস সম্পর্কের দ্বৈরথ প্রথম সামনে এসেছিল ২০২২ সালের পুজোর সময়। উত্তর কলকাতার এক বিজেপি নেতার বাড়ির পুজোয় গিয়েছিলেন তৃণমূল সাংসদ। যার সমালোচনায় মুখর হয়েছিলেবন বরানগরের বিধায়ক। পাল্টা মুখ খুলেছিলেন সুদীপও। সেই দ্বন্দ্ব চলছেই। কিছুদিন আগেই তৃণমূলের প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানে দলনেত্রী মমতাকে নিয়ে করা সুদীপ বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যে সোচ্চার হয়েছিলেন তাপস রায়। সুদীপ বলেছিলেন, 'মমতা বন্দ্যোপাধ্যায় যেদিন থাকবেন না, বাংলার অবস্থা ছাগলের তিন নম্বর বাচ্চার মতো হয়ে যাবে।'

এর পাল্টাতাপস রায়কে বলতে শোনা গিয়েছিল, 'সুদীপ বন্দ্যোপাধ্যায় রাজনীতি না করে অভিনয় করলে দাদাসাহেব ফালকে পুরস্কার পেতেন। অস্কার না পেলেও নমিশেন পেতেন।'

পুর নিয়োগ দুর্নীতি মামলায় ইডির স্ক্যানারে বরানগর পুরসভা। নজরে বরানগরের বিধায়ক তাপস রায়ও। এই দুর্নীতিতে সেই তাপসের কোনও যোগ রয়েছে কিনা তা খতিয়ে দেখতে শুক্রবার তৃণমূল বিধায়কের বৌবাজারের বাড়িতে এদিন সাত সকালে পৌঁছয় ইডির অফিসাররা।

tmc Enforcement Directorate Baranagar Tapash Ray Sudip Banerjee Municipality Job Scam
Advertisment