Advertisment

মেট্রোয় অফিস যাচ্ছেন? আজ সকালেই ব্যাহত পরিষেবা, জানুন বিস্তারিত

কাজের দিনে ব্যাহত মেট্রো পরিষেবা। চূড়ান্ত নাকাল নিত্যযাত্রীরা।

author-image
IE Bangla Web Desk
New Update
Suicide attempt at UP line of Rabindra Sadan Metro Station

কলকাতা মেট্রোরেল।

ফের মেট্রোয় আত্মহত্যার চেষ্টা। তারই জেরে কাজের দিনে ব্যাহত পরিষেবা। চূড়ান্ত নাকাল নিত্যযাত্রীরা। রবীন্দ্র সদন মেট্রো স্টেশনের আপ লাইনে বৃহস্পতিবার বেলা ৮.৫০ মিনিটে আত্মহত্যার চেষ্টার একটি ঘটনা ঘটে। তারই জেরে মেট্রো পরিষেবা ব্যাহত হয়েছে।

Advertisment

মেট্রো রেলের তরফে জানানো হয়েছে, এর জেরে কবি সুভাষ থেকে মহানায়ক উত্তমকুমার এবং সেন্ট্রাল থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত আপাতত ট্রেন চালানো হচ্ছে। স্বাভাবিকভাবেই কাজের দিনে মেট্রোয় ফের একবার এমন বিপত্তিতে অফিসযাত্রীরা নাকাল হচ্ছেন। কর্মস্থলে বেড়িয়ে মেট্রো পরিষেবা ব্যাহত থাকায় সমস্যায় পড়তে হচ্ছে অনেককেই। তবে দ্রুত পরিষেবা স্বাভাবিক করার চেষ্টা চলছে।

আরও পড়ুন- বৃষ্টির পালা শেষ আজই! কাল থেকেই তুমুল আবহাওয়ায়, হুড়মুড়িয়ে নামবে পারদ?

এর আগেও একাধিকবার এই ঘটনা ঘটেছে। ব্যস্ত সময়ে কখনও যান্ত্রিক ত্রুটির জেরে কখনও আরও কিছু অপ্রীতিকর পরিস্থিতির জেরে বিপত্তি ঘটেছে মেট্রো পরিষেবায়। কাজের দিনে মেট্রোয় উঠে সমস্যায় পড়তে হয়েছে নিত্যযাত্রীদের। বৃহস্পতিবার সকালে রবীন্দ্র সদন মেট্রো স্টেশনের কাছে আত্মহত্যার চেষ্টার ঘটনাটি ঘটে। তারই জেরে ফের একবার মেট্রো পরিষেবা ব্যাহত হয়েছে। তবে কিছুক্ষণের মধ্যেই পরিস্থিতি স্বাভাবিক হয়। এদিন সকাল ৯.৪৮ মিনিট থেকেই মেট্রো পরিষেবা স্বাভাবিক হয়ে গিয়েছে বলে জানা গিয়েছে।

kolkata news West Bengal Metro Service
Advertisment