scorecardresearch

‘বিধবাকে রক্ষিতা বানিয়ে ফুর্তি-কেয়াবাত’, সৌমিত্রর চরিত্র নিয়ে টানাটানি সুজাতার

‘তারকাটা, দলবদলু, দুর্নীতিগ্রস্ত, ধান্দাবাজ’, সৌমিত্রকে কটাক্ষ সুজাতার।

sujata mandal slams soumitra khans character, 'বিধবাকে রক্ষিতা বানিয়ে ফুর্তি-কেয়াবাত', সৌমিত্রর চরিত্র নিয়ে টানাটানি সুজাতার
সৌমিত্র খাঁ, সুজাতা মণ্ডল

ফেসবুক পোস্টে বিস্ফোরক তৃণমূল নেত্রী সুজাতা মণ্ডল। যা নিয়ে চর্চা চলছে। সোশাল মিডিয়া পোস্টে সুজাতার নিশানায় বিষ্ণুপুরের বিজেপি সাংসদ। তবে একবারও স্বামী সৌমিত্র খাঁর নাম উল্লেখ করেননি সুজাতা।

কী লিখেছেন সুজাতা?

ফেসবুকে সুজাতা লিখেছেন, ‘একজন বদ্ধ পাগল, মাতাল, চরিত্রহীন, লম্পট শিলিগুড়ির বিধবাকে রক্ষিতা বানিয়ে ফুর্তি করা, তারকাটা, দলবদলু, দুর্নীতিগ্রস্ত, ধান্দাবাজ, অন্যের ঘাড়ে চেপে শেষবারের মতো জেতা এমপি বিষ্ণুপুরের বুকে গলায় গামছা নিয়ে হুমকি দিয়ে প্রমাণ দিচ্ছে যে তার সময় শেষ হয়ে এসেছে, আর মাত্র কয়েকটা মাস তারপরই তার নামে “বলো হরি হরি বোল” বলে পাবলিক তাকে ডাস্টবিনে ছুঁড়ে ফেলে দেবে। রক্ষিতা বিধবার দৌলতে আগামিদিনে পরণে জুটবে না কাছা/ তাই মরণের আগে গলায় দিয়েছে এমপি গামছা। কেয়া বাত, কেয়া বাত, কেয়া বাত। সময়ের সাথে প্রত্যেকটা কথা মিলিয়ে নেবেন জনগণকে বলছি।’

সৌমিত্র-সুজাতার বৈবাহিক জীবন-

2০১৬ সালে ১ জুলাই বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ বিয়ে করেছিলেন সুজাতা মণ্ডলকে। ২০১৯ সালের লোকসভা নির্বাচনে বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী সৌমিত্রর জয়ের মূল কারিগর ছিলেন তাঁর স্ত্রী সুজাতা।

আরও পড়ুন- পাইলসের যন্ত্রণায় ছটফট করছেন কেষ্ট! তড়িঘড়ি হাসপাতালে, তারপর?

বাঁকুড়ার বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ এবং তাঁর স্ত্রী সুজাতা মণ্ডলের দাম্পত্যে চিড় ধরেছে বহুদিন আগেই। ২০২০-র ডিসেম্বরে তৃণমূলে যোগ দেন সুজাতা মণ্ডল। তারপরই ওই চিড় প্রকট হয়। চলছে বিবাহ বিচ্ছেদের মামলা। ইতিমধ্যেই উভয়ই বিবাহ বিচ্ছেদে সম্মতি জানিয়েছেন আদালতে। মামলার শুরু থেকেই সৌমিত্রর চরিত্র নিয়ে প্রশ্ন তুলেছেন সুজাতা। ফেসবুকে পোস্টে যা বিস্তারিত জানিয়েছেন তিনি।

Stay updated with the latest news headlines and all the latest Westbengal news download Indian Express Bengali App.

Web Title: Sujata mandal slams soumitra khans character