Advertisment

ডেকে পাঠিয়েছে CBI? শেষমেশ সবটা খোলসা করে কী বললেন সুজিত বসু?

সিবিআইয়ের তলব প্রসঙ্গে শেষমেশ মুখ খুললেন দমকলমন্ত্রী তথা বিধাননগরের বিধায়ক সুজিত বসু।

author-image
IE Bangla Web Desk
New Update
Sujit Bose ED Municipal Recruitment Corruption Case update , সুজিত বসুর বাড়িতে ইডির তল্লাশি

দমকলমন্ত্রী সুজিত বসু।

তাঁকে সিবিআইয়ের তলব প্রসঙ্গে শেষমেশ মুখ খুললেন দমকলমন্ত্রী তথা বিধাননগরের বিধায়ক সুজিত বসু। দিন কয়েক ধরেই সুজিত বসুকে সিবিআই তলব করার খবর চাউর হয়। এদিন সাংবাদিক বৈঠক করে দমকলমন্ত্রী নিজেই স্পষ্ট বললেন, 'আজ পর্যন্ত কোনও নোটিশ পাইনি।' তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে বলেো আশঙ্কা সুজিত বসুর।

Advertisment

বৃহস্পতিবার সাংবাদিক বৈঠকে সুজিত বসু বলেন, 'আজ পর্যন্ত কোনও নোটিশ পাইনি। আমার বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে। ষড়যন্ত্রের নেপথ্যে যারা আছে তদন্ত করে তাদের শাস্তি দেওয়া হোক। কোনও এজেন্সি ডাকলে নিশ্চই যাব। আমি খুব দুঃখ পেয়েছি। কয়েকজন বিরোধী নেতা যে সমস্ত উক্তি করেছেন তাঁদের বলব তাঁরা আগে নিজেদের মুখ আয়না দেখুন। রাজনীতির বাইরেও বিভিন্ন ক্ষেত্রের মানুষ আমাকে জানেন। সামাজিক সম্মান নষ্ট করার অধিকার কারও নেই। আমি কোনও ঘটনার সঙ্গে যুক্ত থাকলে আমায় চিঠি পাঠাক। আমি যাব, আমার কথা বলব। তার আগে সাত দিন ধরে আমাকে হেয় করা ঠিক নয়।'

আরও পড়ুন- পুর নিয়োগ দুর্নীতি: ‘মোক্ষম’ চাপ ইডির! কাকে-কীভাবে নিয়োগ? জানতে কোন পদক্ষেপ?

উল্লেখ্য, পুরসভায় নিয়োগ দুর্নীতির তদন্তে নেমে দক্ষিণ দমদম পুরসভা থেকেও বেশ কিছু নথি বাজেয়াপ্ত করে সিবিআই। সেই সব নথি দেখেই সুজিত বসুকে সিবিআই ডেকে পাঠিয়েছে বলে খবর চাউর হয়। সুজিত বসু একটা সময় দক্ষিণ দমদম পুরসভার উপ পুরপ্রধান ছিলেন। দিন কয়েক আগেই তাঁকে তলব প্রসঙ্গে সংবাদমাধ্যমে সুজিত বসু জানিয়েছিলেন, তাঁর কাছে এজেন্সির কোনও নোটিশ পৌঁছোয়নি। নোটিশ পেলে তিনি হাজিরা দেবেন বলেও জানিয়েছিলেন। এবার বৃহস্পতিবার সাংবাদিক বৈঠক করলেন তিনি।

West Bengal cbi Municipality Job Scam kolkata news ED
Advertisment