Advertisment

Sujit Bose: ইডি বাড়ি ছাড়তেই হুঙ্কার সুজিতের, শুভেন্দুকে কড়া নিশানা করেও মন্ত্রীর দাবি- 'বিজেপির সকলে খারাপ নয়'

Sujit Bose Municipal Recruitment Corruption Case: দক্ষিণ দমদম পুরসভায় নিয়োগ দুর্নীতি মামলায় এদিন সকালে লেকটাউনে দমকল মন্ত্রী সুজিত বসুর বাড়িতে পৌঁছে যায় ইডি। এই চত্বরে সুজিত বসুর পৈতৃক ভিটে রয়েছে। জানা গিয়েছে, সেই সময় সুজিত বসু তাঁর পুরনো বাড়িতে ছিলেন না। মন্ত্রী ছিলেন, একটু দূরে তাঁর নতুন বাড়িতে। সেই বাড়িতেই প্রায় ১২ ঘন্টার বেশি অভিযানে কেন্দ্রীয় গোয়েন্দারা।

author-image
IE Bangla Web Desk
New Update
Sujit Bose ED Municipal Recruitment Corruption Case update , সুজিত বসুর বাড়িতে ইডির তল্লাশি

দমকলমন্ত্রী সুজিত বসু।

ED Raid At Sujit Bose's House:

Advertisment

পুর নিয়োগ দুর্নীতি মামলার তদন্ত সূত্রে শুক্রবার দিনভর দমকল মন্ত্রী সুজিত বসুর বাড়িতে তল্লাশি চালান ইডির অফিসাররা। তাঁরা বেরিয়ে যান রাত ৮ নাগাদ। গোয়েন্দারা বেরিয়ে যেতে মায়ের পায়ে ফুল দিয়ে, মা কালীকে পুজো করে সাংবাদিক বৈঠক করতে বসেন বিধাননগরের বিধায়ক। তাঁর গোটা সাংবাদিক বৈঠকের মোদ্দা কথা ছিল, ইডি অফিসারদের কোনও দোষ নেই। তাঁরা সরকারি কাজ করছেন। যত দোষ শুভেন্দু অধিকারীর। তবে বিজেপির সকলে খারাপ বলে মনে করেন না দমকলমন্ত্রী।

এদিন সকালে শুভেন্দু সুজিত বসুদের নিশানা করে বলেছিন, 'ব্যাগপত্র-শীতের পোশাক গুছিয়ে রাখুন। এই শীতে জেলে থাকতে হবে।' শুক্র সন্ধ্যায় ইডির তল্লাশি শেষে তারই জবাব দিলেন সুজিত। বললেন, ' শীতের পোশাক গুছিয়ে রাখছি। চার দিন গঙ্গাসাগরে থাকব। কিন্তু তুমি যে তোয়ালা পেঁচিয়ে টাকা নিয়েছিলেন, তোমার চুরির কী হবে? কবে তোমাকে ধরবে ইডি-সিবিআই। আয়নায় নিজের মুখটা কি দেখেছ? শুভেন্দুদের মত গারলরা যতদিন থাকবে ততদিন এ রাজ্যে বিজেপির কুচ্ছু হবে না। '

আরও পড়ুন- Tapas Roy: তাপসের বাড়ি ছাড়ল ইডি, বায়োডাটা ছাড়া আর কী কী বাজেয়াপ্ত? জানালেন খোদ বিধায়ক

বারে বারে সুজিতের দাবি, 'আমি আবারও বলছি ইডি অফিসারদের কোনও দোষ দেব না। ওঁরা যা যা প্রশ্ন করেছেন, তার উত্তর দিয়েছি। আমার ছেলে, মেয়ে, স্ত্রীও সব প্রশ্নের উত্তর দিয়েছেন। তাঁরা আবার ডাকলে যাব।'

এরপর ফের বিরোধী দলনেতাকে নিশানা করে সুজিত বসু বলতে থাকেন, 'শুভেন্দু আমাদের দলে ছিল। মন্ত্রী থাকার সময়ে যা যা করেছে, সব জানি। মমতা বন্দ্যোপাধ্যায় কেন ওকে ছেড়ে দিলেন। ওকে জেলে পোরা উচিত ছিল।'

আরও পড়ুন- Sudip Banerjee on Tapas Roy: তাপস রায়ের বাড়িতে ইডি, শুনেই সাংসদ সুদীপ বললেন…

নিজেকে নির্দোষ দাবি করে রাজ্যের দমকল মন্ত্রী বলেন, 'কেউ যদি বলতে পারে ১ পয়সাও নিয়েছি, মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে ইস্তফা পত্র জমা দিয়ে দেব।'

মন্ত্রী নিজেই জানিয়েছেন যে, ইডি অফিসাররা এদিন তাঁর মোবাইল ফোনটি নিয়ে গিয়েছেন। এছাড়া বেশ কয়েকটি নথি, ব্যাগ ভরে কাগজপত্র নিয়ে গিয়েছেন।

tmc Enforcement Directorate Sujit Bose Municipality Job Scam
Advertisment