Advertisment

Ram Mandir: রাম মন্দিরের উদ্বোধন: হঠাৎ চর্চাবহুল আবেদনে মমতাকে চিঠি সুকান্তর!

Sukanta Majumdar: আগামী ২২ জানুয়ারি অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধন হতে চলেছে। ওই দিন কেন্দ্রীয় সরকারি অফিসগুলিতে অর্ধদিবস ছুটি ঘোষণা করা হয়েছে। একাধিক রাজ্যের সরকারও ওই দিন ছুটি ঘোষণা করেছে। এবার রাম মন্দিরের উদ্বোধনের দিন বিশেষ একটি আবেদন করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যেপাধ্যায়কে চিঠি লিখেছেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। এক্স হ্যান্ডেলেও চিঠির বিষয়বস্তু লিখে পোস্ট করেছেন বালুরঘাটের বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার।

author-image
IE Bangla Web Desk
New Update
Sukanta Majumdar Bjp Ayodhya Ram Mandir Mamata Banerjee, সুকান্ত মজুমদার, মমতা ব্যানার্জি, অযোধ্যা রাম মন্দির

Sukanta Majumdar: রাম মন্দির উদ্বোধনকে কেন্দ্র করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায়কে চিঠি বিজেপি রাজ্য সভাপতির।

Ram Mandir: আগামী ২২ জানুয়ারি অযোধ্যায় (Ayodhya) রাম মন্দিরের (Ram Mandir) উদ্বোধন। ওই দিনটিতে কেন্দ্রীয় সরকারের অফিসগুলিতে অর্ধদিবস ছুটি ঘোষণা করেছে মোদী সরকার (Modi Govt)। এবার বিশেষ ওই দিনটিকে স্মরণীয় করে রাখতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) কাছেও বিশেষ আবেদন রাজ্য বিজেপির (BJP)। দলের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumdar) চিঠি লিখেছেন মুখ্যমন্ত্রীকে।

Advertisment

আগামী ২২ জানুয়ারি সোমবার রাজ্যের সরাকরি দফতরলিতে ছুটি দেওয়ার আবেদন জানিয়েছেন সুকান্ত মজুমদার। বেসরকারি প্রতিষ্ঠানগুলিও ওই দিনে যেন ছুটি দেয় সেব্যাপারে আবেদন জানাতে মুখ্যমন্ত্রীর কাছেই চিঠিতে দরবার বালুরঘাটের বিজেপি সাংসদের।

সোশ্যাল মিডিয়ায় এব্যাপারে কী লিখেছেন সুকান্ত মজুমদার?

"পশ্চিমবঙ্গের মাননীয়া মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আমি লিখিত অনুরোধ করেছি যেন উনি রাজ্যের প্রশাসনিক প্রধান হিসাবে আগামী ২২-শে জানুয়ারি ২০২৪ এর পবিত্র দিনে সরকারিভাবে ছুটি ঘোষণা করেন… এর ফলে বাংলার নতুন প্রজন্ম ভারতের ঐতিহ্য ও সংস্কৃতির অংশ হয়ে উঠতে পারবে এবং তাদের মন ভারতীয় গরিমায় প্লাবিত হবে যখন তারা রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠার সাক্ষী হয়ে থাকবে…।"

আরও পড়ুন- Ram Mandir: যুবকের শিহরণ জাগানো কীর্তি! আপ্লুত শহরবাসী! ব্যতিক্রমী উৎকর্ষতায় বাংলার মুখ উজ্বল

উল্লেখ্য, বহু প্রতীক্ষিত অযোধ্যার রাম মন্দিরের উদ্বোধন হতে চলেছে আগামী ২২ জানুয়ারি। ওই দিন অযোধ্যায় রাম মন্দিরের অভিষেক অনুষ্ঠান হবে। এই উপলক্ষে ওই দিন কেন্দ্রীয় সরকারি অফিসগুলিতে অর্ধবিদস ছুটি ঘোষণা করা হয়েছে। অর্থমন্ত্রকের তরফে জানানো হয়েছে, ওই দিন দেশের রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক (Bank), রাষ্ট্রায়ত্ত বিমা সংস্থা-সহ রাষ্ট্রায়ত্ত আর্থিক প্রতিষ্ঠানগুলিতে অর্ধদিবস ছুটি থাকবে।

এরাজ্যেও ২২ জানুয়ারি রাম মন্দিরের অভিষেক অনুষ্ঠানের দিন কলকাতায় সংহতি মিছিল করার ডাক দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সবাইকে ওই মিছিলে সামিল হওয়ার আবেদন জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

আরও পড়ুন- Premium: শাঁখের করাতই জীবন, ঝুঁকি কাঁধে বারো মাস কাজ করেন শঙ্খশিল্পীরা 

দিন কয়েক আগে নবান্নে (Nabanna) সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী বলেছিলেন, "২২ জানুয়ারি একটি মিছিল করব আমি, দলের প্রোগ্রাম। নিজে একটা মিছিল করব আমি। প্রথমে নিজে কালীমন্দিরে যাব আমরা। সবাই যাবে না। আমি যাব। সেখানে মায়ের কাছে পুজো দিয়ে হাজরা থেকে সর্বধর্মের মানুষকে নিয়ে মিছিল করে পার্ক সার্কাস ময়দানে গিয়ে সভা করব। মা কালীকে ছুঁয়ে, মন্দির, মসজিদ, গুরুদ্বার, ওখানে অনেক গির্জাও রয়েছে, সব ছুঁয়ে যাব, সকলকে নিয়ে এই সভা করব। তৃণমূলের সভা, তবে শুভান্যুধায়ী, সাধারণ মানুষও এই সহতি মিছিলে আসতে পারেন। প্রত্যেক জেলার ব্লকে ব্লকে বেলা ৩টেয় সম্প্রীতি মিছিল হবে।’

Sukanta Majumder West Bengal Ram Mandir Mamata Banerjee
Advertisment