Advertisment

স্বামী বিবেকানন্দ বামপন্থী ছিলেন? গীতা নিয়ে মন্তব্যে বিতর্কের তুবড়ি ফাটালেন সুকান্ত!

বিবেকানন্দের বাণী ঊদ্ধৃত করে রাজ্য বিজেপি সভাপতির মন্তব্যে তুমুল জলঘোলা শুরু।

author-image
IE Bangla Web Desk
New Update
Sukanta Majumdar created a controversy by citing Swami Vivekanandas words on Gita reading

বিজেপি রাজ্য সভাপতির মন্তব্যে বিস্তর জলঘোলা শুরু।

রবিবাসরীয় ব্রিগেডে ঐতিহাসিক গীতা পাঠ অনুষ্ঠানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে সাধু-সন্তদের ঢল নেমে গিয়েছিল। ব্রিগেডে এদিন গীতা পাঠের অনুষ্ঠানে বিজেপির তাবড় নেতৃত্ব উপস্থিত ছিলেন। এদিন এই গীতা পাঠের কথা বলতে গিয়ে স্বামী বিবেকানন্দের প্রসঙ্গ টেনে এনেছিলেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। এপ্রসঙ্গে তাঁর বক্তব্য ঘিরে বিরাট জলঘোলা শুরু। সুকান্ত মজুমদার স্বামী বিবেকানন্দকে অপমান করেছেন বলে সুর চড়িয়েছে রাজ্যের শাসকদল তৃণমূল।

Advertisment

কী বলেছেন সুকান্ত মজুমদার?

"সনাতন ধর্মের পীঠস্থান বাংলা। তবে বামেদের সময় সেটা বেলাইন হয়ে গিয়েছিল। গীতা পাঠের থেকে ফুটবল খেলা ভালো, যাঁরা এটা বলেছিলেন তাঁরা বামপন্থী প্রোডাক্ট।"

সুকান্ত মজুমদারের এই মন্তব্যের তীব্র বিরোধিতায় সরব হয়েছে রাজ্যের শাসকদল তৃণমূল। দলের রাজ্য সধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেছেন, "সুকান্ত মজুমদার স্বামী বিবেকানন্দকে অপমান করেছেন। তিনি স্বামী বিবেকানন্দের বক্তব্যের অভিমুখ জানেন না, বোঝেনও না। স্বামী বিবেকানন্দ গীতা এবং ফুটবল খেলা নিয়ে যেটা বলেছিলেন তার সঙ্গে গীতাকে অপমানের কোনও প্রশ্নই নেই। তিনি কেন এটা বলেছিলেন সেটা যদি উনি বুঝতেন তাহলে বিজেপির মতো গরুর পার্টি করতে যেতেন না।"

আরও পড়ুন- শঙ্খধ্বনির মাধ্যমে ব্রিগেডে শুরু লক্ষ কণ্ঠে গীতা পাঠ, শুভেচ্ছাবার্তা প্রধানমন্ত্রীর

কুণাল ঘোষ ছাড়াও রাজ্য বিজেপি সভাপতি তথা বালুরঘাটের বিজেপি সাংসদ সুকান্ত মজুমদারের মন্তব্যে বেজায় ক্ষোভ প্রকাশ করেছেন রাজ্যের মন্ত্রী পার্থ ভৌমিক। তাঁর কথায়, "আমার দুর্ভাগ্য আমি যে বাংলায় বাস করি সেই বাংলায় একটা রাজনৈতিক দলের সভাপতির নাম সুকান্ত মজুমদার। যিনি বলেছেন গীতা পাঠের চেয়ে ফুটবল খেলা ভালো এটা যিনি বলেছেন তিনি বামপন্থী। তার মানে স্বামী বিবেকানন্দ বামপন্থী ছিলেন, এটা হল সুকান্ত মজুমদারের কথা। ইতিহাসের অ-আ-ক-খ জানে না। এই ধরনের অশিক্ষিত মানুষরা এসে যারা প্রকৃত ধর্ম প্রচারক তাঁদের অসম্মান করছেন।"

tmc bjp West Bengal Swami Vivekananda Bhagavad Gita Sukanta Majumder
Advertisment