Sukanta Majumdar-Dilip Ghosh: মোদী, শাহরা মস্ত দায়িত্ব চাপিয়েছেন তাঁর কাঁধে। তাই আকচাআকচি এখন অতীত! কেন্দ্রের মন্ত্রী হয়েছেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার। মোদী সরকারের শিক্ষা প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন বালুরঘাটের BJP সাংসদ। দিল্লিতে নিজের দফতরে গিয়ে কাজ বুঝে নেওয়ার আগে সুকান্ত সোজা ছুটলেন দিলীপ ঘোষের বাড়িতে। এই মুহূর্তে রাজধানীতেই রয়েছেন দিলীপ ঘোষ। তাঁর বাড়িতে গিয়ে দিলীপ ঘোষের পা ছুঁয়ে প্রণাম করে আশীর্বাদ নিলেন সদ্য কেন্দ্রীয় মন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়া সুকান্ত মজুমদার।
বঙ্গ বিজেপিতে দিলীপ জমানার অবসানের পরেই বড় দায়িত্বে উঠে আসেন সুকান্ত মজুমদার। অল্প বয়সী পেশায় অধ্যাপক বালুরঘাটের এই বিজেপি সাংসদকে দিলীপ ঘোষের জায়গায় রাজ্য বিজেপি সভাপতি পদের দায়িত্ব দেন মোদী, শাহরা। এরপর দিন যত এগিয়েছে দিলীপ ঘোষের সঙ্গে সুকান্ত মজুমদারের সম্পর্ক ততই জটিল হয়েছে। শুভেন্দু অধিকারী-সুকান্ত মজুমদার জুটি রাজ্য বিজেপিতে দিলীপ লবিকে কার্যত এক ঘরে করে ছেড়েছে।
প্রকাশ্যে না হলেও দিলীপ ঘোষ বনাম সুকান্ত-শুভেন্দুর অম্লমধুর সম্পর্কের কথা বঙ্গ বিজেপির অন্দরে কান পাতলেই শোনা যায়। এবারের লোকসভা নির্বাচনে দিলীপ ঘোষকে মেদিনীপুর থেকে তুলে এনে বর্ধমান দুর্গাপুরে প্রার্থী করেছিলেন এই সুকান্ত মজুমদার-শুভেন্দু অধিকারী জুটিই। দিলীপ ঘোষ হেরে গিয়েছেন। হারের পর প্রকাশ্যে মুখ খুলেছেন তাঁর পরাজয় নিয়েও। মেদিনীপুর থেকে তাঁকে তুলে আনার পেছনে 'কাঠিবাজি' কাজ করতে পারে বলেও প্রকাশ্যে মন্তব্য করেছেন ডাকাবুকো বিজেপি নেতা দিলীপ ঘোষ।
এদিকে, এবার সুকান্ত মজুমদার কেন্দ্রীয় মন্ত্রী হোয়ায় রাজ্য বিজেপির পরবর্তী সভাপতি নিয়ে জোরদার জল্পনা শুরু হয়ে গেছে। সম্ভাব্য রাজ্য বিজেপি সভাপতি তালিকায় উঠে আসছে বেশ কয়েকটি নাম। যার মধ্যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী যেমন আছেন তেমনই আছেন রাজ্য বিজেপি মুখপাত্র শমীক ভট্টাচার্য। দিলীপ ঘোষের নামও ফের চর্চায়।
আরও পড়ুন- Soumitra Khan: এবারও ঠাঁই নেই মোদী মন্ত্রিসভায়, বিস্ফোরক সৌমিত্র খাঁ, যা বললেন…
রাজধানীতে দিলীপ ঘোষের বাড়িতে সুকান্ত মজুমদার পৌঁছে যাওয়া নিয়ে আলোচনা শুরু হয়েছে। অতীত ভুলে এবার দিলীপ ঘোষের সঙ্গে পুরনো সম্পর্ক ঝালিয়ে নেওয়ার চেষ্টায় সুকান্ত মজুমদার। এমনটাই মনে করছে রাজনৈতিক মহল।