Malda News: প্রাণভয়ে মুর্শিদাবাদ ছেড়ে মালদায়, ভিটেছাড়া মানুষজনের সঙ্গে সাক্ষাৎ সুকান্তর

Waqf Act Violence Murshidabad : ওয়াকফ আইন প্রত্যাহারের দাবিতে হিংসার আগুন জ্বলে উঠেছিল মুর্শিদাবাদে। প্রাণ বাঁচাতে পড়শি জেলায় আশ্রয় বহু পরিবারের।

Waqf Act Violence Murshidabad : ওয়াকফ আইন প্রত্যাহারের দাবিতে হিংসার আগুন জ্বলে উঠেছিল মুর্শিদাবাদে। প্রাণ বাঁচাতে পড়শি জেলায় আশ্রয় বহু পরিবারের।

author-image
Madhumita Dey
New Update
Sukanta Majumdar, BJP West Bengal

Sukanta Majumdar: বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।

মুর্শিদাবাদ থেকে পালিয়ে এসে মালদার বৈষ্ণবনগর থানার পারলালপুর হাইস্কুলে আশ্রয় নেওয়া অসহায় মানুষদের পাশে দাঁড়ালো জেলা প্রশাসন। গত দুইদিন ধরেই জেলা প্রশাসনের পক্ষ থেকে সংশ্লিষ্ট স্কুলে আশ্রয়কারী শতাধিক মানুষদের শুকনো খাবার সহ নানান ধরনের ত্রাণ সামগ্রী বিলির ব্যবস্থা করেছে প্রশাসন।

Advertisment

পারলালপুর হাইস্কুলে বসানো হয়েছে একটি পুলিশ ক্যাম্পও। রবিবারের পর সোমবার দিনও ওই স্কুলে বিভিন্ন ব্যবস্থা তদারকি করেন মালদা সদর মহকুমা শাসক পঙ্কজ তামাং। পাশাপাশি বৈষ্ণবনগরের তৃণমূল দলের বিধায়ক চন্দনা সরকারও এদিন ওই স্কুলে গিয়ে অসহায় মানুষদের সঙ্গে কথা বলেন। 

এদিকে সোমবার দুপুরে পারলালপুর হাইস্কুলে অত্যাচারিত মানুষদের সঙ্গে দেখা করেন বিজেপির রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। বিভিন্ন বিষয়গুলি জানার পর কেন্দ্রীয় গৃহমন্ত্রক অমিত শাহের কাছে রিপোর্ট পেশ করবে বলেও জানিয়েছেন বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার। 

এদিকে স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রবিবার গভীর রাত থেকে নতুন করে ধুলিয়ানের গঙ্গার ঘাট থেকে বহু মানুষ জীবন বাঁচাতে নৌকা করে নদী পেরিয়ে মালদার পারলালপুর হাইস্কুলে এসে আশ্রয় নিয়েছেন।

Advertisment

ঘরছাড়া মানুষদের বক্তব্য , এলাকায় কেন্দ্রীয় বাহিনী নামানোর কথা বলা হলেও তাদের রুটমার্চ করতে দেখা যাচ্ছে না। ফলে যেসব জায়গায় গোলমাল হচ্ছে সেখানেও পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনীও চোখে পড়ছে না। এখনো অশান্তির পরিবেশ রয়েছে। জীবন বাঁচাতে কোনরকমে মালদার এই পারলালপুর হাইস্কুলে এসে আশ্রয় নিতে হয়েছে। 

এদিকে এদিন জেলা প্রশাসনের পক্ষ থেকে শুকনো খাওয়ারের পাশাপাশি দুপুরে খিচুড়ি বিলিরও আয়োজন করা হয় । ত্রাণ সামগ্রী হিসেবে শিশুদের পুষ্টিকর খাদ্য দুধ এবং জামা কপড় দেওয়ারও ব্যবস্থা করা হয় প্রশাসনের পক্ষ থেকে । মালদা সদর মহকুমাশাসক পঙ্কজ তামাং জানিয়েছেন, রবিবার এই স্কুলে আশ্রয় সংখ্যা ছিল ১৭০ জন। সোমবার কিছুটা সংখ্যা বেড়েছে। তবে প্রশাসনের পক্ষ থেকে সবরকম ভাবে আশ্রয়দাতা মানুষদের সহযোগিতা করা হচ্ছে।

Murshidabad Malda Maldah Waqf bill Sukanta Majumder